পুরনো টি-শার্ট কাজে লাগুক অন্য ভাবে, কী ভাবে তা দিয়ে নতুন জিনিস বানাবেন?

বাড়ির পুরনো বা পরতে ভাল লাগে না এমন টি-শার্ট দিয়েই বানাতে পারেন প্রয়োজনের জিনিস। কী ভাবে টি-শার্ট কাজে লাগানো যায়।

Advertisement
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৯:০০

বাড়িতে গাদা গাদা টি-শার্ট পড়ে থেকে নষ্ট হচ্ছে? পুরনো বা পরতে ভাল না লাগা টি-শার্ট কিন্তু কাজে লাগানো যায় নানা ভাবেই। হাতের সামান্য কারিকুরিতেই তা দিয়ে হতে পারে দৈনন্দিন প্রয়োজনের নানা জিনিস।

Advertisement

টি-শার্ট দিয়েই প্যান্ট

টি-শার্ট দিয়ে বানিয়ে নিন প্যান্ট।

টি-শার্ট দিয়ে বানিয়ে নিন প্যান্ট। ছবি: ইউটিউব ভিডিয়ো থেকে সংগৃহীত।

টি-শার্ট দিয়েই বানিয়ে ফেলতে পারেন হাফ প্যান্ট। কায়দা জানলেই কাজ হবে। প্রথমে টি-শার্ট লম্বালম্বি ভাবে মাঝখান থেকে ভাঁজ করে নিন। হাতার অংশটি একটুখানি রেখে আড়াআড়ি সমান ভাবে কেটে নিন। টি-শার্টটি কাটার পরে খুলে নিন। এবার সেটি এমন ভাবে ভাঁজ কারুন যাতে হাতার ছোট কাটা অংশটি নীচের দিকে থাকে। এবার টি-শার্টটির উপরের অংশে প্যান্টের ইলাস্টিক লাগিয়ে সেলাই করে নিলেই তৈরি হয়ে যাবে হাফ প্যান্ট।

টি-শার্ট দিয়ে ব্যাগ

টি শার্ট দিয়ে  বানিয়ে নিতে পারেন ব্যাগ।

টি শার্ট দিয়ে বানিয়ে নিতে পারেন ব্যাগ। ছবি: ইউটিউব ভিডিয়ো থেকে সংগৃহীত।

সেলাইয়ের ঝক্কি ছাড়াই টি-শার্ট দিয়ে ব্যাগ বানানো যায়। টি-শার্টটি আড়াআড়ি ভাঁজ করে গলার অংশটি গভীর ভাবে গোল করে কেটে নিন। হাতা বাদ দিয়ে দিতে হবে। কাঁচি দিয়ে টি-শার্টটি হাতার কাছে এমন ভাবে কাটুন, যেন তা হাতকাটা জামার মতো দেখতে হয়। টি-শার্টের নীচের অংশটি এক ইঞ্চি অন্তর লম্বায় ২ ইঞ্চি করে কেটে নিন। লম্বা লম্বা যে অংশগুলি বার হলে, সেগুলিতে গাঁট বেঁধে দিলেই নকশা হয়ে যাবে। এবার সরু হাতার মতো অংশটিতেও একই ভাবে এক ইঞ্চি অন্তর ২ ইঞ্চি লম্বায় কেটে নিন। এবার দুই দিকের হাতাগুলি কায়দা করে গাঁট বেঁধে নিলেই সুন্দর ব্যাগ তৈরি হয়ে যাবে।

বাস্কেট, বর্জ্য পাত্রের ঢাকনা

টি-শার্ট দিয়ে বানিয়ে ফেলুন কভার।

টি-শার্ট দিয়ে বানিয়ে ফেলুন কভার। ছবি: ইউটিউব ভিডিয়ো থেকে সংগৃহীত।

লন্ড্রি বাস্কেট বা ঘরে রাখা বর্জ্য ফেলার পাত্রগুলিও পুরনো টি-শার্ট দিয়ে মুড়ে ফেলতে পারেন। রঙিন টি-শার্ট দিয়ে মুড়ে রাখলে সেটি দেখতে ভাল লাগবে।

Advertisement
আরও পড়ুন