Salman Khan

চিনা সেনার সঙ্গে লড়াই! প্রতিরক্ষা মন্ত্রকের আপত্তিতে বড় পদক্ষেপ সলমনের বিরুদ্ধে! আসল ঘটনা কী?

সত্য ঘটনার ভিত্তিতে তৈরি হচ্ছে এই ছবি। ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় চিনের সেনাদের সঙ্গে মোকাবিলা করেছিল ভারতীয় সেনা। ছবির বিষয়বস্তুই কি সমস্যার কেন্দ্রে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৪:২৬
সলমন খানের ছবি নিয়ে বিতর্ক!

সলমন খানের ছবি নিয়ে বিতর্ক! ছবি: সংগৃহীত।

হাতে মুগুর। কপাল ফেটে নেমে আসছে রক্তের ধারা। ক্ষতবিক্ষত শরীর। ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবির প্রথম ঝলকে এই বেশে সাড়া ফেলেছেন সলমন খান। ভাইজানকে এই রূপে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তাঁর ভক্তেরা। কিন্তু ফের বাধা তাঁর জীবনে। হঠাৎই বন্ধ হয়ে গিয়েছে ছবির শুটিং। ভেঙে ফেলা হয়েছে বান্দ্রার মেহবুব স্টুডিয়োতে তৈরি হওয়া সেট। কিন্তু কেন এই বাধা? নানা রকমের জল্পনা ঘনীভূত হচ্ছে।

Advertisement

সত্য ঘটনার ভিত্তিতে তৈরি হচ্ছে এই ছবি। ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় চিনের সেনাদের সঙ্গে মোকাবিলা করেছিল ভারতীয় সেনা। ওই সংঘর্ষে মৃত্যু হয়েছিল ২০ জন ভাতীয় এবং বেশ কিছু চিনা সেনার। সেই এলাকাতেও ছবির শুটিং হওয়ার কথা। এর পাশাপাশি ছবির কিছু অংশের শুটিং হবে মুম্বইয়ে। সলমনকে এই ছবিতে দেখা যাবে কর্নেল বি সন্তোষ বাবু নামে একটি চরিত্রে। ছবির বিষয়বস্তুই কি সমস্যার কেন্দ্রে? তেমনই শোনা যাচ্ছে ।

প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে নাকি ছবির বিষয়বস্তু নিয়ে সমস্যা তৈরি হয়। গলওয়ান উপত্যকার এই ঘটনা অতিসংবেদনশীল বলেই সমস্যা তৈরি হয়েছে। এমনই খবর ছড়িয়েছিল। কিন্তু এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সমস্ত রকমের অনুমতি ও ছাড়পত্র পাওয়ার পরেই ‘ব্যাটল অফ গলওয়ান’-এর কাজ শুরু হয়েছে। তাই প্রতিরক্ষা মন্ত্রকের আপত্তির খবর আসলে গুজব ছাড়া আর কিছুই না। বরং, এই ছবির মূল উদ্দেশ্যই হল সেনাদের সম্মানিত করা। কোনও দেশকেই ছোট করে এই ছবিতে দেখানো হবে না বলে জানিয়েছেন সূত্র।

লরেন্স বিশ্নোইয়ের তরফ থেকে পর পর হুমকি এসেছে সলমন খানের কাছে। সেই হুমকির জন্যই না কি শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন খবরও ছড়িয়েছিল। কিন্তু সেই সূত্র জানিয়েছেন, সৃজনশীল কিছু চিন্তাভাবনার জন্যই মুম্বইতে বন্ধ হয়েছে শুটিং। অগস্ট মাসেই ছবির পরবর্তী শুটিং হবে লাদাখে। এখানে মূলত লড়াইয়ের দৃশ্যগুলির শুটিং হবে।

এই ছবিতে সলমন খানের সাজও নাকি সাড়া ফেলতে চলেছে। ছবিতে সলমন ছাড়াও অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিংহ,অঙ্কুর ভাটিয়া, হর্ষিল শাহ, বিপিন ভরদ্বাজ।

Advertisement
আরও পড়ুন