প্রভাসকে দেখতে কেন কুমির নিয়ে গেলেন অনুরাগীরা? ছবি: সংগৃহীত।
আলোচনায় ‘দ্য রাজা সাব’। প্রথম দিন থেকেই ছবি ঘিরে ধুন্ধুমার। প্রভাসকে বড়পর্দায় দেখার জন্য মত্ত হয়ে ওঠেন অনুরাগীরা। ভাঙচুরও চলে প্রেক্ষাগৃহে। এমনকি প্রেক্ষাগৃহে কুমির কাঁধে করে ঢুকতেও দেখা যায় তাঁদের। এরই মধ্যে আরও একটি বিষয় প্রকাশ্যে এল।
৯ জানুয়ারি মুক্তি পেয়েছে এই ছবি। অনেকেই প্রশংসা করেছেন এই ছবির। তবে সমালোচনাও রয়েছে। সমাজমাধ্যমে ছবির সমালোচনা করে প্রকাশও করেন অনেকে। এক দর্শক সমাজমাধ্যমে লেখেন, এই ছবি দেখে তাঁর পুরো সময়টাই নষ্ট হয়েছে। ছবিটা নাকি এতটাই খারাপ। তার পরেই তাঁর কাছে এসেছে ১৪ হাজার টাকার প্রস্তাব। সেই দর্শকের দাবি, ছবির নির্মাতারা তাঁকে তাঁর সমালোচনার পোস্টটি মুছে দেওয়ার অনুরোধ করেছেন। বদলে ১৪ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
ছবির নির্মাতাদের পক্ষ থেকে যে মেসেজ পাঠানো হয়েছিল তাঁকে, তার স্ক্রিনশট সমাজমাধ্যমে তুলে ধরেন তিনি। সেখানে লেখা, “আমরা ‘দ্য রাজা সাব’-এর টিম থেকে বলছি। আমরা আপনার সমালোচনা সংক্রান্ত পোস্টটি দেখেছি এবং আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। কিন্তু এই পোস্টের জন্য আমাদের ছবির উপর খারাপ প্রভাব পড়ছে। এটা মুছে দিয়ে একটা ইতিবাচক প্রতিক্রিয়া লিখবেন? আমরা তা হলে আপনাকে ১৫০ ডলার অথবা যে পরিমাণ অর্থ আপনি চান, সেটা আপনাকে দেব। কোনও চাপ দিচ্ছি না। আমাদের শুধু জানাবেন।”
এই প্রতিচ্ছবি ভাগ করে নিয়ে সমাজমাধ্যমে সেই দর্শক লিখেছেন, “এ কী অদ্ভুত! পোস্টটা সরিয়ে দেওয়ার জন্য ওরা আমাকে টাকা দিতে চাইছে! না, আমি পোস্ট মুছব না।”
এই পোস্ট সমাজমাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে। তবে সেই দর্শকের ভাগ করে নেওয়া স্ক্রিনশট সত্যিই নির্মাতাদের থেকে এসেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রভাসের অনুরাগীদের দাবি, ইচ্ছে করে এই দর্শক ছবির নেতিবাচক প্রচার করেছেন। প্রযুক্তির মাধ্যমে এই স্ক্রিনশট তৈরি করে তিনি অপপ্রচার করছেন।
শুক্রবার মুক্তি পেয়েছে প্রভাস অভিনীত ছবিটি। দেশের অধিকাংশ জায়গাতেই প্রেক্ষাগৃহে ভিড়। তবে হায়দরাবাদের প্রেক্ষাগৃহে উপচে পড়ে সেই ভিড়। দেখা যায়, একদল অনুরাগী মাথায় ও কাঁধে করে কুমির নিয়ে প্রেক্ষাগৃহে ঢুকছেন। ছবিতে কুমিরের সঙ্গে প্রভাসের একটি লড়াইয়ের দৃশ্য রয়েছে বলেই এই কাণ্ড অনুরাগীদের। তবে এগুলি মোটেই জীবন্ত কুমির নয়। কুমিরের ডামি নিয়ে ঢুকে হইহই শুরু করেন তাঁরা।