BMC election 2026

হিন্দিতে কথা বলতে নারাজ আমির! ভোট দিতে গিয়ে ভাষাবিতর্কে জড়ালেন অভিনেতা?

গত বছরেই গৃহশিক্ষকের কাছে মাসখানেক ধরে মরাঠি ভাষা শিখেছিলেন আমির খান। যদিও তখন সেটা কর্মসূত্র বলেই দাবি করেছিলেন তিনি। এ বার ভোট দিতে গিয়ে হিন্দি বনাম মরাঠী বিতর্কে জড়ালেন!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ২০:২৬
Aamir khan remark Yeh Maharashtra hain after casting his vote going viral

কোন ভাষায় কথা বলতে চাইলেন অভিনেতা? ছবি: সংগৃহীত।

১৫ জানুয়ারি ছিল বৃহন্মুম্বই পুরনিগমের নির্বাচন। বৃহস্পতিবার বলিউডের একাধিক তারকাকে ভোট দিতে দেখা যায়। ছেলেমেয়ে ও প্রথম স্ত্রী আগে গিয়েছিলেন, তার পরে একাই ভোট দিতে যান আমির খান। ভোট দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি অভিনেতা। প্রশ্নের উত্তর মরাঠিতে দিতে শুরু করতেই তাঁকে থামিয়ে হিন্দিতে উত্তর দিতে বলা হয়। অভিনেতার সপাট জবাব, ‘‘এটা তো মহারাষ্ট্র।’’

Advertisement

গত বছর বিভিন্ন সময় দেখা গিয়েছে হিন্দি বনাম মরাঠি ভাষার বির্তক। সেই বিতর্কই যেন উস্কে দিলেন অভিনেতা। গত বছরেই গৃহশিক্ষকের কাছে মাসখানেক ধরে মরাঠি ভাষা শিখেছিলেন আমির খান। যদিও তখন সেটা কর্মসূত্র বলেই দাবি করেছিলেন তিনি। তবে তখনই প্রশ্ন উঠেছিল যে, মরাঠি না জানলে কি মহারাষ্ট্রে থাকা দায়? সেই প্রশ্নের উত্তর অবশ্য এড়িয়ে যান অভিনেতা।

এ বার ভোটকেন্দ্র থেকে বেরোতেই আমিরকে দেখে প্রশ্ন করেন সাংবাদিকেরা। মরাঠিতে উত্তর পেয়ে তাঁরা বলেন, “হিন্দিতে বলুন, আপনার ভিডিওটা দিল্লিতেও সম্প্রচারিত হবে।” সে কথা শুনে আমির বলেন, “হিন্দিতে? এটা মহারাষ্ট্র, ভাই।” যদিও এর পরে আলাদা ভাবে হিন্দিতে নিজের ভোট নিয়ে প্রতিক্রিয়া দেন অভিনেতা।

Advertisement
আরও পড়ুন