Shooting Experience

আমিরের সঙ্গে বৃষ্টিতে অন্তরঙ্গ সোনালি, শরীর উষ্ণ রাখতে কী এমন ঘষতে হয়েছিল তাঁদের?

টানা কয়েক ঘণ্টা ধরে বৃষ্টিতে শুটিং করতে করতে ঠান্ডায় কাঁপতে শুরু করেন আমির-সোনালি। তবে এমন উষ্ণতায় ভরা গানে নায়ক নায়িকা শীতল হলে চলবে কী করে!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১৯:০২
Aamir khan Sonali bendre sarfarosh movie song shot in real rain

‘সরফরোশ’ ছবির একটি দৃশ্যে সোনালি-আমির। ছবি: সংগৃহীত।

চারপাশ বৃষ্টিতে সাদা, সবুজ ঘাস। পশ্চাদপটে পশ্চিমঘাট পর্বতমালা। এর মাঝে বৃষ্টিতে ভিজে অন্তরঙ্গ সোনালি বেন্দ্রে ও আমির খান। নেপথ্যে বাজছে ‘জো হাল দিল কা...’ গান। নব্বইয়ের দশকের বলিউড ছবি ‘সরফরোশ’ বক্স অফিসে তুফান তুলেছিল। আমির-সোনালি জুটি সাড়া ফেলেছিল গোটা দেশে। জন ম্যাথিউ ম্যাথান প্রযোজিত ও পরিচালিত ছবিটি সব দিক থেকেই সফল হয়েছিল। যদিও এই ছবির জনপ্রিয় গান ‘জো হাল দিল কা’-র শুটিং হয়েছিল বৃষ্টি মেশিনের সাহায্যে নয়, সত্যিকারের বৃষ্টিতে।

Advertisement

টানা কয়েক ঘণ্টা ধরে বৃষ্টিতে শুটিং করতে করতে ঠান্ডায় কাঁপতে শুরু করেন নায়ক-নায়িকা। তবে এমন উষ্ণতায় ভরা গানে নায়ক-নায়িকা শীতল হয়ে পড়লে চলবে কী করে! তাই টোটকা ছিল শুটিংয়ের টেকনিশিয়ানদের কাছে। তাঁরা ক্রমাগত নায়ক-নায়িকার পায়ে ব্র্যান্ডি ঘষতে থাকেন, যা তাঁদের শরীরে উত্তাপ বজায় রাখে। সোনালি এর পরে একাধিক ছবিতে অভিনয় করলেও ‘সরফরোশ’-এ সীমা চরিত্রে যতটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী, তেমন আর পরবর্তী কালে পারেননি বলেই জানান। অন্য দিকে, প্রেমিক অজয় সিং রাঠোরের চরিত্রে মাতিয়ে দিয়েছিলেন আমির। এক সাক্ষাৎকারে সেই স্বর্ণযুগের কথা টেনে আনলেন সোনালি। বললেন, ‘‘আমার অনুশোচনা হয়। কেন আমিরকে দেখে শিখিনি!’’

Advertisement
আরও পড়ুন