Ratha Yatra 2025 Special

আমি বাংলাকে ভালবাসি, জগন্নাথদেব সকলকে আশীর্বাদ করুন! রথযাত্রার আগে বাংলায় আমির খান?

বাংলা চ্যানেলে আমির খান! রথযাত্রার আগে ছোট পর্দায় দেখা যাবে তাঁকে। বাংলায় কথাও বলবেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১২:৪৭
রথযাত্রায় বাংলা চ্যানেলে আমির খান।

রথযাত্রায় বাংলা চ্যানেলে আমির খান। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বাংলায় পা রাখতে চলেছেন আমির খান? এমনই খবর জানা গিয়েছে। যদিও তিনি সরাসরি শহরে পা রাখছেন না। লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখা দেবেন। অভিনেতাকে দেখা যাবে জি বাংলার রথযাত্রার বিশেষ পর্বে। এই প্রথম তিনি বাংলার কোনও চ্যানেলে যোগদান করতে চলেছেন, দাবি চ্যানেল কর্তৃপক্ষের। চলতি সপ্তাহের শনি এবং রবিবার রাত সাড়ে ৯টায় চ্যানেলের নাচের রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এ লাইভ থাকবেন তিনি। বাংলায় কথা বলতেও শোনা যাবে তাঁকে। দেশবাসী যাতে জগন্নাথদেবের আশীর্বাদ থেকে বঞ্চিত না হন সেই প্রার্থনাও জানাবেন তিনি।

Advertisement

বাংলা চ্যানেলে হঠাৎ কেন আমির খান? জানতে রিয়্যালিটি শো-এর বিচারক অভিজিৎ সেনের সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম। অভিজিতের কথায়, “আমির খান নিজেই অনুষ্ঠানে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেন। নেপথ্যে যথেষ্ট কারণও রয়েছে। তিনি মিঠুন চক্রবর্তীর ভক্ত। অভিনেতা জানিয়েছেন, তাঁর অভিনয় জীবনে ‘মহাগুরু’র যথেষ্ট অবদান রয়েছে। তাই নতুন ছবি ‘সিতারে জমিন পর’-এর মুক্তির আগে তাঁর আশীর্বাদ নিতে যোগ দিয়েছেন আমাদের রিয়্যালিটি শো-তে।”

পরিচালক আরও জানিয়েছেন, আমিরের কাছে এই রিয়্যালিটি শো-এর গুরুত্বই আলাদা। অভিনেতা অভিজিৎকে বলেছেন, “‘ডান্স বাংলা ডান্স’ দেখে হিন্দিতে ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ রিয়্যালিটি শো চালু হয়েছে। বাংলায় এই শো যথেষ্ট জনপ্রিয়। তাই নতুন ছবির প্রচারের জন্য এই শো-কে বেছে নিয়েছি।”

ইতিমধ্যেই অনুষ্ঠানের বিশেষ পর্বের প্রচার ঝলক প্রকাশ্যে। ঝলকে দেখা গিয়েছে, তিনি স্পষ্ট বাংলায় বলছেন, “আমি বাংলাকে খুব ভালবাসি।” অভিজিৎ জানিয়েছেন, শো-এর কিছু অংশ দেখবেন। সেখানেই তাঁকে হিন্দিতে বলতে শোনা যাবে, “জগন্নাথ দেবের আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক।”

Advertisement
আরও পড়ুন