Abhishek Bachchan

বাবার সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক, মা প্রাচীনপন্থী, কড়া শাসনে রাখেন? কী জানান অভিষেক?

শোনা যায়, ছোটবেলা থেকেই ছেলেমেয়েদের নাকি কড়া শাসনে বড় করেছেন জয়া বচ্চন। তাঁকে নাকি বাড়ির সকলে সমীহ করেই চলেন। এই প্রসঙ্গে মুখ স্বয়ং অভিষেকই কথা বলেছিলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৬
Abhishek Bachchan revealed that his equation with his father Amitabh Bachchan is very friendly

বাবা-মায়ের সঙ্গে কেমন সম্পর্ক অভিষেকের? ছবি: সংগৃহীত।

বচ্চন পরিবারে সম্পর্কের সমীকরণ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। শোনা যায়, ছোটবেলা থেকেই ছেলেমেয়েদের নাকি কড়া শাসনে বড় করেছেন জয়া বচ্চন। তাঁকে নাকি বাড়ির সকলে সমীহ করেই চলেন। এই প্রসঙ্গে স্বয়ং অভিষেকই মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, বাবা অর্থাৎ অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক নাকি অন্য রকম। জয়া নাকি কিছুটা প্রাচীনপন্থী।

Advertisement

অভিষেক সেই সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি আমার বাবা ও মা দু’জনেরই খুব ঘনিষ্ঠ। কিন্তু দু’জনের সঙ্গে সম্পর্কের সমীকরণ ভিন্ন। মা পরম্পরা মেনে চলতে ভালবাসেন। মায়ের সঙ্গে আমার সম্পর্ক মা-ছেলের চিরাচরিত সম্পর্কের মতোই। তবে বাবার সঙ্গে আমি বন্ধুর মতো মিশে থাকি। দু’জনের সঙ্গে সম্পর্কের সমীকরণ আলাদা করে বুঝিয়ে বলা খুব মুশকিল। কিন্তু পার্থক্য তো রয়েছেই।”

ছেলের জন্য অমিতাভের অপত্যস্নেহের প্রমাণ পেয়েছেন অনুরাগীরা। অভিষেকের প্রশংসায় প্রায়ই সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। এক পোস্টে বিগ-বি লিখেছিলেন, “আমার পুত্র। তবে আমার পুত্র হলেই আমার উত্তরাধিকারী হবে, এমন নয়। বরং আমার উত্তরাধিকারী হলে, তবেই সে আমার পুত্র। অভিষেকই আমার উত্তরাধিকারী ও পুত্র।”

অন্য দিকে পরিবারে কিছু নিয়ম মেনে চলেন জয়া। অভিষেক বলেছিলেন, “আমার মা একটি নিয়ম মেনে চলেন। শহরে থাকলে দিনে এক বেলার খাবার অন্তত পরিবারের সকলকে একসঙ্গে খেতেই হবে।” তবে জয়ার সঙ্গে নাকি পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চনের তেমন বনিবনা নেই। বলিউডে এমন জল্পনা রয়েছে। কিছু দিন আগে এই গুজবও ছড়িয়েছিল, বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন ঐশ্বর্যা-অভিষেক। তবে সেই জল্পনায় নিজেরাই জল ঢেলে দিয়েছেন তাঁরা। ৫ ফেব্রুয়ারি অভিষেকের জন্মদিন উপলক্ষে সোহাগী পোস্টও করেছেন ঐশ্বর্যা। এ থেকেই স্পষ্ট, দিব্যি রয়েছেন বচ্চন দম্পতি।

Advertisement
আরও পড়ুন