Anirban Bhattacharya

বন্ধ করে দেওয়া হল অনির্বাণের শুটিং, চেন্নাই থেকে ব্যস্ত স্বরূপ বললেন…

ফের পরিচালক বনাম ফেডারেশন তরজা! ১২ মে রাজা চন্দের নতুন ওয়েব সিরিজ়ের শুটিংও নাকি বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার নতুন ঘটনা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১৫:১৬
Actor Anirban Bhattacharya compelled to postpone his shooting due to federation

(বাঁ দিকে) অনির্বাণ ভট্টাচার্য এবং স্বরূপ বিশ্বাস (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বুধবার সকালে এসভিএফ প্রযোজিত ‘হুলি গান ইজম’ মিউজ়িক ভিডিয়োর শুটিং হওয়ার কথা ছিল— পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। কিন্তু শেষ মুহূর্তে শুরু করা গেল না শুটিং। নেপথ্যে সেই ফেডারেশন বনাম পরিচালক তরজা। অভিযোগ, ফেডারেশনের অসহযোগিতার কারণেই বন্ধ করে দিতে হল শুটিং।

Advertisement

দিন কয়েক আগে ফেডারেশনের অকারণ হস্তক্ষেপের কারণে কাজ করতে না পারার অভিযোগ নিয়ে হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন পরিচালক বিদুলা ভট্টাচার্য। সেই প্রেক্ষিতেই ফেডারেশনের বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন টলিপাড়ার অন্য পরিচালকেরা, যাঁদের মধ্যে অন্যতম অনির্বাণ। তার জেরেই কি এ বার কোপ পড়ল অনির্বাণের কাজে?

ফেডারেশনের তরফে এ বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। এ প্রসঙ্গে কথা বলতে আনন্দবাজার ডট কমের তরফে ফোন করা হয়েছিল স্বরূপ বিশ্বাসকে। এই মুহূর্তে তিনি চেন্নাইয়ে বলে জানান স্বরূপ। বলেন, “এই মুহূর্তে সর্বভারতীয় একটি মিটিংয়ে ব্যস্ত রয়েছি। বিষয়টি বিস্তারিত জেনে পরে কথা বলব।”

এ দিন যদিও শুটিংয়ে ছিলেন না অনির্বাণ। আনন্দবাজার ডট কমের তরফে শুটিং বন্ধ করে দেওয়ার প্রসঙ্গে জানতে চাওয়া হলে পরিচালক বলেছেন, “বেশ, তিনি (স্বরূপ বিশ্বাস) আগে বলুন নিজের কাজ মিটিয়ে। তার পর আমি বলব।” অর্থাৎ, এখনই প্রকাশ্য বক্তব্যে নারাজ অনির্বাণ।

শোনা যাচ্ছে, গত ১২ মে রাজা চন্দের পরিচালনায় ‘জ়ি ফাইভ’-এর জন্য ওয়েব সিরিজ়ের শুটিং শুরু হওয়ার কথা থাকলেও কাজ করা যায়নি। সেট তৈরি হয়ে গেলেও সে দিন টেকনিশিয়ানরা শুটিংয়ে আসতে পারেননি। টলিউডের অন্দরের আলোচনা, ফেডারেশনের বিরুদ্ধে একটি বার্তায় স্বাক্ষর করেছিলেন রাজা। তারই জের।

যদিও ফেডারেশনের সঙ্গে ‘ভুল বোঝাবুঝি’ মিটিয়ে নেওয়ার বিষয়ে উদ‍্যোগী হয়েছিলেন রাজা ১১ মে থেকেই। তাই এক দিন শুটিং বন্ধ থাকলেও মঙ্গলবার থেকে কাজ শুরু হয়ে গিয়েছে।

Advertisement
আরও পড়ুন