Sandipta Sen

‘রাণী ভবানী’ রূপে ধারাবাহিকে রাজনন্দিনীর চমক, তাই কি জি বাংলার তুরুপের তাস সন্দীপ্তা?

ছোট পর্দা থেকেই অভিনয় যাত্রার শুরু অভিনেত্রী সন্দীপ্তা সেনের! শোনা যাচ্ছে, শীঘ্রই ছোট পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১৩:১৩
Speculations are Actress Sandipta Sen will be seen as Rani Bhabani in Zee Bangla

রাজ রাজেশ্বরী রূপে ইতিমধ্যেই দর্শক দেখে ফেলেছেন রাজনন্দিনীকে। তবে কি সন্দীপ্তাকে এ বার ‘রাণী ভবানী’ রূপে দেখা যাবে? ছবি: সংগৃহীত।

একই কাহিনি দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেলের। দুই কাহিনির কেন্দ্রবিন্দুতে রয়েছে রানি ভবানীর গল্প। জি বাংলার নতুন ধারাবাহিকের নাম ‘রাণী ভবানী’। আর স্টার জলসার নতুন ধারাবাহিকের নাম ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’। রাজ রাজেশ্বরী রূপে ইতিমধ্যেই দর্শক দেখে ফেলেছেন অভিনেত্রী রাজনন্দিনী পালকে। এখন সকলের মনে প্রশ্ন তা হলে অন্য চ্যানেলে রানি ভবানী রূপে দেখা যাবে কাকে? সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলে দেখা যাবে অনেকেই বলছেন অভিনেত্রী স্বস্তিকা দত্তকে নাকি দেখা যাবে ধারাবাহিকের মুখ্য চরিত্রে। তবে আসলে তেমনটা হচ্ছে না। চ্যানেল কর্তৃপক্ষের তরফে নাকি যোগাযোগ করা হয়েছে অন্য অভিনেত্রীকে। সেই নায়িকাকে অনেক দিন ছোট পর্দায় দেখেননি দর্শক। শোনা যাচ্ছে, বহু দিন পরে আবারও ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী।

Advertisement

স্টুডিয়োপাড়ায় ফিসফাস, আবারও ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। যদিও কিছু দিন আগে অভিনেত্রী আনন্দবাজার ডট কমকে জানিয়েছিলেন যে এই মুহূর্তে তিনি ধারাবাহিকে ফিরছেন না। কিন্তু শোনা যাচ্ছে, রানির চরিত্রে অভিনয়ের জন্য চ্যানেল কর্তৃপক্ষের তরফে যোগাযোগ করা হয়েছে সন্দীপ্তাকে। চূড়ান্ত কিছু হয়নি। মাঝে শোনা গিয়েছিল সন্দীপ্তা আর হানি বাফনা জুটি বাঁধছেন। তবে সবটাই যে রটনা, তা নায়ক-নায়িকা দু’জনেই জানিয়েছিলেন। এই মুহূর্তে হানিকে ছোট পর্দায় দেখলেও সন্দীপ্তাকে দর্শক অনেক দিন দেখেননি ধারাবাহিকে। মাঝে অনেক ওয়েব সিরিজ়ে দেখা গিয়েছে তাঁকে। ভবানী রূপে কি সত্যিই ছোট পর্দায় ফিরবেন সন্দীপ্তা? সেই প্রশ্ন রয়েই যায়।

Advertisement
আরও পড়ুন