Biplab Chatterjee's Marriage Life

রাজারাজড়ার মতো তিন-চারটে বিয়ে করলেই মনে হয় ভাল হত! বার্ধক্য নিয়ে কী আফসোস বিপ্লবের?

কেমন আছেন? প্রশ্ন করতেই আফসোসের সুর বেজেছে বর্ষীয়ান অভিনেতার কণ্ঠে। কেন হতাশা ঘিরে ধরেছে তাঁকে?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৭
এক বিয়েতে অখুশি বিপ্লব চট্টোপাধ্যায়!

এক বিয়েতে অখুশি বিপ্লব চট্টোপাধ্যায়! ছবি: সংগৃহীত।

দিনকয়েক আগে পুজোর কেনাকাটা করতে বেরিয়েছিলেন বিপ্লব চট্টোপাধ্যায়। বহু দিন পরে তাঁকে রাস্তায় দেখে ছেঁকে ধরেছিলেন ছবিশিকারিরা। সঙ্গী স্ত্রী মৈত্রী চট্টোপাধ্যায় আর দুই সহকারী। তাঁরা ধরে ধরে বর্ষীয়ান অভিনেতাকে নিয়ে যাচ্ছিলেন। শরীর আগের তুলনায় ভাল বলেই অনেক দিন পরে রাস্তায় বেরিয়েছিলেন? আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। বিপ্লব জানান, প্রতি বছর স্ত্রীকে পছন্দ করে জুতো কিনে দেন। দিন কয়েক আগে সেই জন্যই বেরিয়েছিলেন।

Advertisement

তার পরেই ‘কপট’ আক্ষেপ, “কই আর শরীর ভাল!” একটু থেমে যোগ করেছেন, “এখন মনে হয়, রাজারাজড়ার মতো তিন-চারটে বিয়ে করলে ভাল হত। তা হলে শরীর ভাল থাকত। ওঁরা একাধিক বিয়ে করেছিলেন বলেই বোধহয় বার্ধক্যেও সুস্থ থাকতেন।” বলতে বলতে নিজেই হেসে ফেলেছেন। জানিয়েছেন, যে দিন থেকে কেনাকাটা শুরু করেছেন, সে দিন থেকে নিজে হাতে জিনিস না কিনলে শান্তি পান না। এখন যদিও অশক্ত শরীরে আর ধকল নিতে পারেন না। তবু স্ত্রীর জুতো নিজে দাঁড়িয়ে কেনা চাই।

আগে কেনাকাটায় বেরিয়ে নিশ্চয়ই ভিড়ে আটকা পড়তেন? এবার বিপ্লবের কণ্ঠ লাজুক! মৃদু হেসে বললেন, “আমি কি আর তারকা? পর্দায় লোককে ধরে পেটাতাম বলে লোকে একটু-আধটু চিনত। হ্যাঁ, দোকানে গেলে ভি়ড় জমত। ভালই লাগত। ওদের জন্যই তো আমি ‘বিপ্লব চট্টোপাধ্যায়’ হয়ে উঠতে পেরেছি।”

Advertisement
আরও পড়ুন