Celebrity Birthday

নিন্দকদের বুড়ো আঙুল, জন্মদিনে আরও কাছাকাছি বনি-কৌশানী

কিছু দিন আগেই শোনা গিয়েছিল বনি সেনগুপ্ত আর কৌশানী মুখোপাধ্যায়ের সম্পর্ক নাকি ভাঙছে। সেই সবই যে গুজব নায়কের পোস্ট ইঙ্গিত দিল তেমনই।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ১৯:৪৩
Actor Bonny Sengupta post a special birthday wish for Koushani Mukherjee

বিশেষ দিনে আরও কাছাকাছি বনি-কৌশানী। ছবি: সংগৃহীত।

পর্দায় মৃত্যঞ্জয় আর পূর্ণার চুমুটা একটুর জন্য মিস করেছে দর্শক। কিন্তু বাস্তবে অপর্ণা আর শিবনাথের প্রেম কাহিনি জমে ক্ষীর৷ কৌশানী মুখোপাধ্যায় এখন পূর্ণা৷ তবে ১০ বছর আগে প্রথম এই অপুর প্রেমেই হাবুডুবু খেয়েছিল দর্শক। সেই সঙ্গে পর্দার শিবনাথ ওরফে বনি সেনগুপ্তর মনেও লেগেছিল বসন্তের ছোঁয়া৷ সেই বসন্তের হাওয়া এখনও যে টাটকা সেই ইঙ্গিত দিল নায়কের নতুন পোস্ট। নতুন একটি ছবি পোস্ট করেছেন বনি৷ যেখানে দেখা যাচ্ছে, নায়কের পরনে সাদা, নীল শার্ট। আর নায়িকা পরেছেন লাল রঙের একটি ড্রেস। ঠোঁটে ঠোঁট না ছুঁলেও। একে অপরের চোখে বুঁদ। ১৭ মে প্রিয় মানুষের জন্মদিনে আদুরে পোস্ট করলেন নায়ক। বনি লিখেছেন, "আমার রানি।

Advertisement

প্রতিটা দিন তোমার সঙ্গে কাটাতে পারা আমার কাছে বড় উপহার৷ তুমিই আমার সব। শুভ জন্মদিন আমার অপু।"

কিছু দিন আগেই ইন্ডাস্ট্রির অন্দরে শোনা গিয়েছিল ফিসফাস৷ অনেকেই বলেছিলেন বনি, কৌশানীর প্রেম নাকি ভেঙেছে। 'বহুরূপী', 'কিলবিল সোসাইটি'র সাফল্য নাকি সহ্য করতে পারছেন না নায়ক। তাই নাকি মন কষাকষি হয়েছে যুগলের। সত্যিই কি তাই? সেই ধোঁয়াসা কাটিয়েছিলেন বনি নিজেই৷ আনন্দবাজার ডট কমকে অভিনেতা বলেন, “এই সব আলোচনার জন্যই আমাদের ইন্ডাস্ট্রি আর বড় হবে না। কোনও দিন কারও ভাল দেখতে পারে না। এমনটাও যে কথা হতে পারে আমি ভাবতেই পারছি না। যে দিন ‘কিলবিল সোসাইটি’র প্রিমিয়ার ছিল সেই দিন আমার ওড়িয়া ছবিরও বিশেষ স্ক্রিনিং ছিল। আমি উড়িষ্যাতে ছিলাম তাই আসতে পারিনি। কৌশানীর অভিনয় দর্শকের ভাল লাগছে, তা শুনে সবচেয়ে বেশি আনন্দিত আমি।”

নায়ক জানিয়েছিলেন, সম্প্রতি মুম্বইয়ের একটি ওয়েব সিরিজ়ের জন্য বাঙালি অভিনেত্রীর খোঁজ চলছে। সেই কথা কানে যেতেই তিনি সঙ্গে সঙ্গে তাঁর প্রেমিকা, অর্থাৎ কৌশানীর কথা ভেবে দেখার কথা বলেন নির্মাতাকে।

Advertisement
আরও পড়ুন