Pahalgam terror Attack

‘সন্ত্রাসের সঙ্গে ধর্মের সম্পর্ক নেই, আমরা এই সব শিখিনি’, পহেলগাঁও নিয়ে কোন ক্ষোভ ইমরানের?

সম্প্রতি মুক্তি পেয়েছে ইমরান হাশমির ছবি ‘গ্রাউন্ড জ়িরো’। এই ছবিও কাশ্মীরকে কেন্দ্র করে। সেই ছবির প্রচার সংক্রান্ত একটি সাক্ষাৎকারে ইমরান জানান, পহেলগাঁও কাণ্ডের যথাযথ উত্তর দেবে কেন্দ্রীয় সরকার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৯:৩৭
Actor Emraan Hashmi shares his views on Pahalgam incident dgtl

পহেলগাঁও নিয়ে কী বললেন ইমরান হাশমি। ছবি: সংগৃহীত।

সন্ত্রাসের কোনও ধর্ম হয় না। মনে করেন ইমরান হাশমি। পহেলগাঁও কাণ্ডের পর থেকেই সন্ত্রাসের সঙ্গে ধর্মের সম্পর্ক আছে কি নেই, তা নিয়ে আলোচনা অব্যাহত। এর মধ্যেই নিজের মতামত জানালেন অভিনেতা।

Advertisement

সম্প্রতি মুক্তি পেয়েছে ইমরান হাশমির ছবি ‘গ্রাউন্ড জ়িরো’। এই ছবিও কাশ্মীরকে কেন্দ্র করে। সেই ছবির প্রচার সংক্রান্ত একটি সাক্ষাৎকারে ইমরান জানান, পহেলগাঁও কাণ্ডের যথাযথ উত্তর দেবে ভারত সরকার। এই আশা তিনি রাখেন। ইমরান বলেন, “আমি আশা করছি, সরকার এর যথাযথ জবাব দেবে। অবশ্যই, সন্ত্রাসের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। সন্ত্রাসের আদর্শ আদপেই বিকৃত। আমাদের ধর্ম এই সব কখনও শেখায়নি।”

পহেলগাঁওয়ে নিরাপত্তার গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় সরকারের দিকে। সেই প্রসঙ্গে ইমরান হাশমি বলেছেন, “আমাদের নিরাপত্তা সংস্থাগুলি এই বিষয়ে নিশ্চয়ই ভাল বোঝেন। কিন্তু সেখানেও প্রশ্ন উঠছে। সকলেই দাবি করছেন, পহেলগাঁওতে আরও কড়া নিরাপত্তা থাকা উচিত ছিল। কিন্তু এই জায়গাটা বিরাট। কত সেনা মোতায়েন করা যায়! পর্যটকদের আকর্ষণের জায়গা এটা। তবে ওরা খুব পরিকল্পনা করেই কিন্তু হামলাটা করেছে। তার কারণ, পর্যটকদের আকর্ষণের কেন্দ্রই ওদের নিশানায় ছিল। ওর আশপাশে তেমন কোনও রাস্তাও ছিল না।”

উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ড নিয়ে বলিউডের বহু তারকাই মুখ খুলেছেন। অক্ষয় কুমার বলেছেন, “পহেলগাঁওতে পর্যটকদের উপর হামলার ঘটনার খবর জেনে সত্যিই স্তম্ভিত। নিরীহ মানুষদের নির্মম ভাবে হত্যা করা হল। মৃতদের পরিবারের জন্য প্রার্থনা করছি।” উরির হামলা নিয়ে ছবিতে অভিনয় করেছিলেন ভিকি কৌশল। এই ঘটনায় অভিনেতার প্রতিক্রিয়া, “পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় যাঁরা প্রিয়জনদের অমানবিক ভাবে হারালেন, তাঁদের যন্ত্রণা কল্পনাও করতে পারছি না।”

Advertisement
আরও পড়ুন