Ozzy Osbourne

ঘাঁটা চোখের কাজল, এলোমেলো চুল! প্রয়াত ওজ়ি ওসবোর্নের প্রভাব ছিল গৌরবের উপর?

কালো রঙের টিশার্ট, চোখে ঘেঁটে যাওয়া কাজল, নজরকাড়া চুলের ছাঁট। এই রূপে গৌরবকে চেনা দায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৪:১৩
ওজ়ির প্রভাব ছিল গৌরবের উপর।

ওজ়ির প্রভাব ছিল গৌরবের উপর। ছবি: সংগৃহীত।

মঙ্গলবার রাত থেকে সঙ্গীত জগতে শোকের ছায়া। প্রয়াত হয়েছেন হেভি মেটাল ব্যান্ড ‘ব্ল্যাক স্যাবাথ’-এর মূল শিল্পী ওজ়ি ওসবোর্ন। আবিশ্ব তাঁর অনুরাগীরা শোকপ্রকাশ করেছেন। পাশ্চাত্য সঙ্গীতের প্রতি যাঁদের আগ্রহ রয়েছে, তাঁদের জন্য ওজ়ি অতি গুরুত্বপূর্ণ এক নাম। গানের ঘরানাই নয়, এক সময়ে অনুরাগীদের সাজ পোশাকেও থেকেছে ওজ়ির প্রভাব। কলকাতার মেটাল সঙ্গীত প্রেমী শ্রোতাদের কাছেও তাই ওজ়ির মৃত্যু বেদনাদায়ক। শিল্পীর প্রভাব ছিল অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের উপরেও।

Advertisement

কালো রঙের টি-শার্ট, চোখে ঘেঁটে যাওয়া কাজল, নজরকাড়া চুলের ছাঁট। এই রূপে গৌরবকে চেনা দায়। কলেজবেলায় বাঙালি সঙ্গীতপ্রেমীদের মতোই ছিলেন গৌরব। গিটার বাজাতেন, রক বা মেটাল ব্যান্ডের শিল্পীদের মতো সাজতেন। তেমনই কিছু ছবি নিজেই ভাগ করে নেন অভিনেতা।

ছবি- সংগৃহীত।

ছবি- সংগৃহীত।

ওজ়িকে স্মরণ করে গৌরব লিখেছেন, “এটা কিংবদন্তি ওজ়ি ওসবর্নের জন্য। আমার কিশোর বয়স ও তরুণবেলার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনার প্রভাবে আমি সেই সময় কাটিয়েছি। সেই জন্যই আমি এগিয়ে যেতে পেরেছিলাম। আমার ভাল থাকা এবং শিল্পকে বোঝা ওঠার পিছনে আপনার অবদান ছিল।”

‘ডায়েরি অফ আ ম্যাডম্যান’, ‘নো মোর টিয়ার্স’-এর মতো অ্যালবাম মেটাল সঙ্গীতপ্রেমীদের কাছে অমূল্য। গৌরবও এই গান শুনে বড় হয়েছেন। তিনি লিখেছেন, “আপনার গানের কথা ও তাল আমার জীবনে ছন্দ আনতে সাহায্য করেছে। এই ঘরানার সঙ্গীতে আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্যই আপনার সময়ের এবং পরের শিল্পীরা আরও এগিয়ে যেতে পেরেছে। আপনার আত্মার শান্তি কামনা করি।”

Advertisement
আরও পড়ুন