—প্রতীকী ছবি।
একশো পুত্রের জনক ছিলেন ধৃতরাষ্ট্র। মহাকাব্যের চরিত্রের দেখা মিলল বাস্তবেও। সারোগেসির মাধ্যমে আমেরিকায় ১০০ সন্তানের জন্ম দিয়েছেন চিনের গেমিং সাম্রাজ্যের এই ধনকুবের। অনলাইন গেমিং সংস্থা ডুয়োইয়ের কর্ণধার তিনি। জু বো। সম্প্রতি তাঁর শত সন্তানের পিতৃত্বের খবর প্রকাশ হতেই শোরগোল পড়েছে সমাজমাধ্যমে। সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে জুয়ের নাম।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে সারোগেসি এজেন্সির মাধ্যমে জু এত জন শিশুর পিতৃত্বের অধিকারী হয়েছেন। ২০২৩ সালে জু প্রকাশ্যে জানিয়েছিলেন যে তিনি কমপক্ষে ৫০ জন পুত্রের (উচ্চ বংশজাত) বাবা হতে চান। সেই সন্তানেরা বড় হয়ে ব্যবসার দায়িত্ব নেবে বলে ইচ্ছাপ্রকাশ করেন এই চিনা ধনকুবের। এমনকি তাঁর সন্তানদের সঙ্গে ইলন মাস্কের সন্তানদের বিয়ে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
জু তাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট থেকে ঘোষণা করেছেন যে আরও বেশি পরিমাণে সন্তানের জন্ম দিতে চান তিনি। এতেই সমস্ত সমস্যার সমাধান সম্ভব। অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর প্রাক্তন বান্ধবী ট্যাং জিং অভিযোগ করেছেন ৩০০রও বেশি সন্তানের পিতা জু। প্রাক্তন বান্ধবীর বিরুদ্ধে আর্থিক প্রতারণা মামলা করেছেন জু। জুয়ের অভিযোগ, প্রাক্তন বান্ধবীকে ১১.৫ কোটি ডলার দিয়েছিলেন। তার মধ্যে ৭.২ কোটি ডলার তিনি ফেরত পেয়েছেন। বাকি টাকা উদ্ধারের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন ডুয়োইয়ের কর্ণধার।
চিনা সমাজমাধ্যমের এক বিবৃতিতে ডুয়োইয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, ৩০০ সন্তান— এই সংখ্যাটি ভুল ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে সারোগেসির মাধ্যমে অনেক বছরের প্রচেষ্টার পরে জু-এর ১০০ জনের কিছু বেশি সন্তান রয়েছে। প্রতিবেদন অনুসারে, এই শিশুদের অনেকেই ক্যালিফোর্নিয়ার আরভিনে একটি বাড়িতে বসবাস করছেন। সেখানে পরিচারিকারা তাদের দেখাশোনা করেন। চিনে সারোগেসি নিষিদ্ধ। তাই অনেক অভিজাত পরিবারের সদস্য বা ধনকুবেররা গোপনে শিশুদের জন্ম দেওয়ার জন্য দেশের বাইরে চলে যান।