Sohini Paul

বলিউডে কাজ করেও এখানে সুযোগ নেই! টলিউডে কাজ না পাওয়া নিয়ে ক্ষুব্ধ তাপস-কন্যা সোহিনী?

“সবাইকেই কাজের কথা বলেছি। এ বার অপেক্ষা। আমার আত্মসম্মান বোধ প্রচণ্ড। রোজ ফোন করে অনুরোধ জানাতে অস্বস্তি হয়”, বলেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৭:৫৬
কেন টলিউড তাপস পালের মেয়ে সোহিনীকে ডাকে না?

কেন টলিউড তাপস পালের মেয়ে সোহিনীকে ডাকে না? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তিনি প্রয়াত বিধায়ক-অভিনেতা তাপস পালের মেয়ে। অভিনয় তাঁর রক্তে। নিজেও বেশ কয়েক বছর বলিউডে ছিলেন। প্রথম সারির চ্যানেলে একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন। বাবার আকস্মিক প্রয়াণে ২০২০ সাল থেকে কলকাতায় সোহিনী পাল। দেখতে দেখতে পাঁচ বছর কেটে গিয়েছে, তিনি কলকাতায়। প্রায় প্রত্যেক ছবির বিশেষ প্রদর্শনীতে মা নন্দিনী পালের সঙ্গে আসেন তিনি।

Advertisement

অথচ, বাংলা বড় বা ছোট পর্দার কোথাও নেই তাপস-কন্যা! কেন?

শুক্রবার সায়ন্তন ঘোষালের ‘ম্যাডাম সেনগুপ্ত’ ছবির বিশেষ প্রদর্শনীতে মায়ের সঙ্গে এসেছিলেন সোহিনী। তখনই আনন্দবাজার ডট কমকে কথা প্রসঙ্গে জানান, শুরুতে বাংলায় পরে হিন্দিতে নিয়মিত অভিনয় করতেন, সে কথাও সকলে জানেন। তার পরে কেউ ডাকেন না তাঁকে। ছবি বা ধারাবাহিকের চরিত্র হিসাবেও ভাবেন না! “বরাবর বলিউডেই কাজ করেছি। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে ছিলাম। ২০২০-তে বাবা হঠাৎ চলে গেলেন। মা কলকাতায় একা। কাজ ছেড়ে চলতে আসতে হয়েছে।” তার পর থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে দূরে।

প্রায় সব ছবির বিশেষ প্রদর্শনীতে আসেন। তাঁর সমসাময়িকদের মধ্যে প্রায় সবাই অভিনয়ে। সোহিনীর খারাপ লাগে?

“খারাপ লাগবে কেন!” পাল্টা প্রশ্ন তাঁর। “বাবার কারণে মা টলিউডের সকলের খুব কাছের। বাবার সময়ের অভিনেতা-অভিনেত্রীরা আমায় সন্তানের মতো স্নেহ করেন। তাই ওঁদের ছবির অনুষ্ঠানে যোগ দেওয়া আমার কাছে আত্মীয়ের বাড়ির উদ্‌যাপনে শামিল হওয়ার মতো। এখানে মনখারাপের প্রশ্নই ওঠে না।” সোহিনী তাই ধৈর্য ধরে ডাক পাওয়ার অপেক্ষায়। “সকলকেই কাজের কথা বলেছি। এ বার অপেক্ষা। আমার আত্মসম্মান বোধ প্রচণ্ড। রোজ ফোন করে অনুরোধ জানাতে অস্বস্তি হয়”, বক্তব্য তাঁর।

Advertisement
আরও পড়ুন