Bengali Mega Chirodini Tumi Je Amar Update

অপর্ণাকে না পাওয়ার শোক সামলাতে পারছেন না! তাই বাস্তবে তড়িঘড়ি বিয়ের পিঁড়িতে ‘হিন্দোল’?

মৃত্যুঞ্জয়ের কথায়, “পর্দার সঙ্গে আরও একটি মিল রয়েছে। বাস্তবের মতো পর্দাতেও আমার প্রথম বিয়ে দেখানো হচ্ছিল।”

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৯
দিতিপ্রিয়া রায়ের সঙ্গে পর্দার বিয়ে ভাঙতেই সাতপাকে ‘হিন্দোল’ মৃত্যুঞ্জয় বসু!

দিতিপ্রিয়া রায়ের সঙ্গে পর্দার বিয়ে ভাঙতেই সাতপাকে ‘হিন্দোল’ মৃত্যুঞ্জয় বসু! ছবি: ফেসবুক।

পর্দা আর বাস্তব মিলেমিশে একাকার! ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ আইনি বিয়ে সেরে সাতপাক ঘোরার কথা ছিল। সেটা যদিও হচ্ছে না। ধারাবাহিকের খলনায়ক ‘চিকিৎসক হিন্দোল মিত্র’ ওরফে মৃত্যুঞ্জয় ভট্টাচার্য কিন্তু বাস্তবে বিয়েটা সেরে ফেললেন। একদম পর্দার মতো করেই! আগে আইনি বিয়ে সেরে।

Advertisement

অপর্ণাকে প্রাণ দিয়ে ভালবাসে হিন্দোল। কিন্তু নায়িকার মন পাওয়া কি এতই সোজা?

বিয়ের সন্ধ্যায় আসর ছেড়ে পালিয়ে গিয়েছে অপর্ণা। সেই শোক বুঝি ভুলতে পারছেন না! তাই তড়িঘড়ি বিয়ে করে ফেললেন?

প্রশ্ন করেছিল আনন্দবাজার ডট কম। শুনে ফোনের ওপারে হা-হা হাসি। মৃত্যুঞ্জয় বললেন, “স্ত্রীর দিদিমার অসুস্থতা বেড়েছে। ওই জন্যই আইনি বিয়ে সেরে ফেলতে হল। ডিসেম্বরে আনুষ্ঠানিক বিয়ে হবে।” প্রসঙ্গত, অভিনয়ের বাইরেও অন্য একটি পরিচয় আছে অভিনেতার। তিনি পেশায় ইঞ্জিনিয়ার।

কথাপ্রসঙ্গে মৃত্যুঞ্জয় তাঁর নিজের জীবনের ভালবাসার গল্পও শুনিয়েছেন। তাঁর কথায়, “আমার স্ত্রী নেটপ্রভাবী। এক দিন রাস্তায় শুটিং করছিল। প্রথম দেখায় প্রেম। আলাপ হওয়ার পর বেশ ভাল লাগল। সেই অনুভূতি থেকেই এত বড় সিদ্ধান্ত।” সেই অনুভূতিই কি ধারাবাহিকে তাঁর অভিনয়ে ছায়া ফেলেছে? অস্বীকার করেননি তিনি। জানিয়েছেন, ‘হিন্দোল’ কিন্তু তথাকথিত খলনায়ক নয়। সে নায়িকাকে ভীষণ ভালবাসে। তাকে পাওয়ার জন্য সব করতে পারে। এই ধরনের চরিত্র ফোটানো যে কোনও অভিনেতার কাছেই বেশ কঠিন।

তার পরেই রসিকতা করেছেন, “পর্দার সঙ্গে আরও একটি মিল রয়েছে। বাস্তবের মতো পর্দাতেও আমার প্রথম বিয়ে দেখানো হচ্ছিল। এর আগে যত চরিত্রে অভিনয় করেছি—সব ক’টি আগেই বিবাহিত।” কপট আক্ষেপও করেছেন মৃত্যুঞ্জয়, ভেবেছিলেন আনুষ্ঠানিক বিয়ের আগে আচার-অনুষ্ঠানগুলো এই ফাঁকে জেনে নেবেন। সেই সুখ আর তাঁর কপালে সইল না!

Advertisement
আরও পড়ুন