Salman Khan

কোটি কোটি টাকার ক্ষতি সলমনের! মৃত্যুর খাঁড়া নিয়ে শুটিং করেও শেষরক্ষা হল না ভাইজানের

জোরদার নিরাপত্তার মধ্যে ‘সিকন্দর’ ছবির শুটিং করতে হয়েছিল। সেই ছবি মুক্তি পায় চলতি বছর ইদে। এ বার সেই ছবির জন্যই বড় ক্ষতির মুখে পড়েছেন ভাইজান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৬:৪৫
বড় ক্ষতি সলমনের।

বড় ক্ষতি সলমনের। ছবি: সংগৃহীত।

সময় ভাল যাচ্ছে না সলমন খানের। ফের বড় ক্ষতির মুখে পড়লেন বলিউডের ভাইজান। গত বছর থেকে আতঙ্কে দিন কাটছে সলমনের। লরেন্স বিশ্নোইয়ের তরফ থেকে এসেছে পর পর হুমকি। এমনকি, তাঁর বাড়ির সামনেও হয়েছে গুলিবর্ষণ। জোরদার নিরাপত্তার মধ্যে ‘সিকন্দর’ ছবির শুটিং করতে হয়েছিল তাই। সেই ছবি মুক্তি পায় চলতি বছর ইদে। এ বার সেই ছবির জন্যই বড় ক্ষতির মুখে পড়েছেন ভাইজান।

Advertisement

ঘাটে মৃত্যুর খাঁড়া নিয়ে ‘সিকন্দর’-এর শুটিং করেছিলেন সলমন। ছবি নিয়ে অনুরাগীদের উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু ছবি মুক্তি পাওয়ার আশানুরূপ ফল করতে পারেনি সলমনের ছবি। বরং বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল এই ছবি। এর মধ্যেই ছবির নির্মাতারা জানালেন, ৯১ কোটি টাকার ক্ষতি হয়েছে তাঁদের। তার একমাত্র কারণ ছবির পাইরেসি।

মুক্তির কয়েক কয়েক ঘণ্টার মধ্যেই গোটা ছবিটি নেটমাধ্যমে ফাঁস হয়ে গিয়েছিল। এই কারণেই নাকি এই বিরাট ক্ষতির মধ্যে পড়তে হয়েছে ছবির নির্মাতাদের। পাইরেসির জন্য ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ৯১ কোটি টাকার বিমার আবেদন করতে চলেছেন। এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এটা কোনও ছোটখাটো ভুল নয়। এই ফাঁস হওয়া ছবি বিপুল পরিমাণে ছড়িয়ে পড়েছিল, যার ফলে বক্স অফিস সংগ্রহে তার প্রভাব পড়েছে।”

দেশের কয়েক জায়গায় নাকি প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ছবিটি ফাঁস হয়ে গিয়েছিল। এই পাইরেটেড সংস্করণগুলি ছড়িয়ে পড়ে দ্রুত। কয়েকটি পাইরেটেড সংস্করণে এমন কিছু দৃশ্য ছিল, যেগুলি আসলে বাদ দেওয়া হয়েছিল। এআর মুরুগাদোস পরিচালিত এই ছবিতে সলমন ছাড়াও অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা, কাজল আগরওয়াল, শরমন জোশি।

Advertisement
আরও পড়ুন