Sanjay Upsets On Bollywood

নাক-উঁচু বলিউডে কম বাজেটের ছবি পাত্তাই পায় না! তবু তাঁর ‘ভূতনি’ নিয়ে আশাবাদী সঞ্জয় দত্ত

বলিউড নিয়ে সঞ্জুবাবার আফসোস ভাইরাল। এ কোন টিনসেল টাউন? এই মায়ানগরীকে তিনি তো চেনেন না!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৬:৩৫
বলিউডে বিরক্ত সঞ্জয় দত্ত।

বলিউডে বিরক্ত সঞ্জয় দত্ত। ছবি: ফেসবুক।

বলিউডের উপরে চটেছেন সঞ্জয় দত্ত। রীতিমতো বিরক্ত তিনি। এই মায়ানগরীকে তিনি চেনেন না! এখন আর এখানে আগের মতো একতা নেই। আগে নতুন ছবিমুক্তি মানেই হইহই ব্যাপার। সকলে এক হয়ে সেই প্রচারে যোগ দিতেন। সম্প্রতি ‘ভূতনি’ ছবির গান মুক্তির অনুষ্ঠানে এসে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। বললেন, “এখনকার বলিউড বড্ড নাক-উঁচু। কম বাজেটের ছবিকে পাত্তাই দেয় না!”

Advertisement

‘ভূতনি’-তে দেখা যাবে সঞ্জয়কে, একেবারে অন্য রকম চরিত্রে। তাঁর কাছে নাকি প্রেতাত্মারাও শায়েস্তা। রোমান্টিক-কমেডি ঘরানার এই ধরনের ছবি এই প্রজন্ম পছন্দ করছেন। যেমন, ‘স্ত্রী’ বা ‘ভুলভুলাইয়া’। যদিও অভিনেতার দাবি, ছবির নাম শুনেই যেন নাক কুঁচকোচ্ছেন বাকিরা। কেউই যেন উৎসাহ দেখাচ্ছেন না, আফসোস তাঁর। বলিউড এ ভাবে ভাগাভাগি হয়ে যাবে— বিশ্বাস করতে কষ্ট হচ্ছে অভিনেতার। অভিনেতা জানান, এই দুনিয়ায় পা রেখেই তিনি শিখেছিলেন, ছবি যে রকমই হোক, নিজেকে নিংড়ে দিতে হবে। নিজে অভিনয় না করলেও নতুন ছবি এলে তাকে সমর্থন জানাতে হবে। কারণ, ছবি ভাল ব্যবসা করলে দিনের শেষে ইন্ডাস্ট্রির লাভ। এখন কি সেই শিক্ষা ভুলে গেল রুপোলি দুনিয়া!

ছবিতে সঞ্জয়ের সঙ্গে দেখা যাবে মৌনী রায়কে। তিনি এই ছবির অন্যতম ‘ভূতনি’। সঞ্জয় তাঁর প্রশংসায় পঞ্চমুখ। অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করেছেন মৌনীও।

Advertisement
আরও পড়ুন