Lokkhi Jhnapi Serial

বাস্তবেও কি সমীকরণ তৈরি হয়েছে ঝাঁপি আর দীপের! দর্শকের প্রশ্নে কী জবাব দিলেন অভিনেতা সৌরভ?

ইন্ডাস্ট্রির অন্দর থেকে দর্শকমহল— সর্বত্র ফিসফাস, বাস্তবেও কি নায়িকা শুভস্মিতার সঙ্গে সম্পর্কে রয়েছেন সৌরভ? প্রশ্নে কী জবাব নায়কের?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১৯:৪৮
পর্দায় ঝাঁপির সঙ্গে সমীকরণ নিয়ে কী বললেন সৌরভ চক্রবর্তী?

পর্দায় ঝাঁপির সঙ্গে সমীকরণ নিয়ে কী বললেন সৌরভ চক্রবর্তী? ছবি: সংগৃহীত।

দীর্ঘ দূরত্ব সরিয়ে ছোটপর্দায় ফিরেছেন অভিনেতা সৌরভ চক্রবর্তী। বহু আলোচিত ধারাবাহিকের নায়ক হিসাবে টলিপাড়ায় জমি শক্ত করেন তিনি। তার পর পরিচালনার কাজ করেছেন। এখন তিনি ‘লক্ষ্মী ঝাঁপি’র নায়ক। আপাতত সবাই তাঁকে দীপ নামেই ডাকছে। নতুন বছর পড়তেই দীপ আর ঝাঁপির অনুরাগীরা পেলেন সুখবর। টিআরপিতে প্রথম পাঁচে জায়গা করে নিল এই কাহিনি।

Advertisement

সাধারণত, অভিনেতারা বলেন, তাঁরা টিআরপি নিয়ে যে খুব বেশি চিন্তা করেন, তা নয়। কিন্তু সৌরভের ক্ষেত্রে উলটপুরাণ। অভিনেতা বললেন, “চিন্তা করি না বললে ভুল হবে। টিআরপি নিয়ে তো ভাবতেই হবে। কারণ, একটা ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে রয়েছেন অনেক মানুষ। তাঁদের ভবিষ্যৎ জড়িয়ে। টিআরপি নম্বর ভাল না এলে সেই কাহিনি কত দিন চলবে তা নিয়ে প্রশ্ন ওঠে।” অভিনয়জীবনের শুরুর দিকে একের পর এক ‘হিট’ ধারাবাহিকের মুখ হিসাবে দেখা গিয়েছে সৌরভকে। সেই চাপ কি কখনও কাজ করেছিল?

সৌরভ যোগ করেন, “সেই চিন্তা তো ছিলই। কারণ, এত দিন পরে আবার ছোটপর্দায় কাজ। দর্শকের একটা আশা ছিল। ফলে বাড়তি ভাবনা কাজ করছিল।” এর মধ্যেই ইন্ডাস্ট্রির অন্দর থেকে দর্শকমহল— সর্বত্র ফিসফাস, বাস্তবেও কি নায়িকা শুভস্মিতার সঙ্গে সম্পর্কে রয়েছেন সৌরভ? এ কথা নতুন নয়। অনেক ক্ষেত্রেই দর্শক পর্দার জুটিদের বাস্তব বলেই কল্পনা করে নেন। অভিনেতা বললেন, “দর্শকের এই ভাবনা আমাদের সমীকরণকে ফুটিয়ে তুলতে সাহায্য করে বটে। তবে টিম ভাল হলে, তা ক্যামেরার সামনে এমনিই ফুটে ওঠে।” এ সপ্তাহে ৬.৪ পেয়ে পঞ্চমে রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’।

Advertisement
আরও পড়ুন