Vijay Sethupathi

বছরের পর বছর ধরে মহিলাকে লাগাতার হেনস্থা! বিজয় সেতুপতির চরিত্র নিয়ে উঠল প্রশ্ন?

দক্ষিণের অন্যতম আলোচিত নাম বিজয় সেতুপতি। কিন্তু তাঁর বিরুদ্ধে উঠল একগুচ্ছ অভিযোগ। সমাজমাধ্যমের পাতায় সরাসরি আক্রমণ করা হল তাঁকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১১:০১
অভিনেতার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ!

অভিনেতার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! ছবি: সংগৃহীত।

দক্ষিণে তাঁর ঝুলিতে রয়েছে একের পরে এক সফল ছবি। বলিউডেও এখন বেশ নামডাক অভিনেতা বিজয় সেতুপতির। অভিনেতার অভিনয় নিয়ে সর্বত্র আলোচনা। এরই মাঝে সমাজমাধ্যমের পাতায় বিজয়ের বিরুদ্ধে আঙুল তুললেন রম্য মোহন নামে এক মহিলা। তিনি নিজের এক্স হ্যান্ডেলে অভিনেতার বিরুদ্ধে এক মহিলাকে হেনস্থার অভিযোগ তোলেন।

Advertisement

টুইট করে জানিয়েছিলেন, বছরের পর বছর এক অজ্ঞাতপরিচয় মহিলাকে ব্যবহার করে গিয়েছেন অভিনেতা। সেই মহিলার শেষমেষ ঠাঁই হয়েছে পুননির্বাসন কেন্দ্রে। তিনি লেখেন, “সেতুপতিকে ভগবানরূপে পুজো করা হয়। কিন্তু তাঁর আসল রূপ তো কেউ দেখেনি।” যদিও সেই টুইট খুব বেশি ক্ষণ থাকেনি এক্স হ্যান্ডেলে। কিছু ক্ষণের মধ্যে মুছে দেওয়া হয়।

রম্য লিখেছিলেন, “দক্ষিণে মাদকসেবন এবং কাস্টিং কাউচ খুব একটা বড় ব্যাপার নয়। একটি মেয়েকে আমি চিনি। তাঁর এমন পরিণতি হয়েছে যা চোখে দেখা যায় না। যৌন হেনস্থা থেকে টাকা পয়সার তছরুপ— সব ধরনের নেতিবাচক কাজের সঙ্গে যুক্ত অভিনেতা।” এই পোস্টটি পরে কেন মুছে দেন রম্য? তিনি জানিয়েছেন, নিজের মাথা ঠিক রাখতে না পেরে সবটা উগরে দিয়েছেন। কিন্তু পরে তিনি বুঝতে পারেন, যে মেয়েটির ঘটনা বর্ণনা করেছেন তাঁর কোনও সমস্যা হতে পারে। সেই মেয়েটির নিরাপত্তার কথা ভেবে নিজের টুইট মুছে দেন রম্য।

প্রসঙ্গত, একসময় দারিদ্র্যের মধ্যে কেটেছে বিজয়ের। তাই খুব বড় স্বপ্ন না থাকলেও, দারিদ্র্য থেকে বেরোতে চাইতেন তিনি। অভিনয়ে পা রাখার আগে, অ্যাকাউন্ট্যান্ট-এর কাজ পেয়েছিলেন তিনি। কিন্তু আশানুরূপ বেতন না থাকায় পরিবারকে সেই ভাবে সাহায্য করতে পারেননি। অভিনয়ে আসার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।

Advertisement
আরও পড়ুন