Celebrity Health Updates

মাংসের সঙ্গে দলা পাকিয়ে গিয়েছে পাথরকুচি! পায়ে অস্ত্রোপচার করিয়েই শুটিংয়ে অদ্রিজা

“আমার জন্য কেন শুটিং বন্ধ যাবে? যে অবস্থাতেই থাকি ‘শো মাস্ট গো অন’—এই আপ্তবাক্য আমিও মানি”, বললেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৬
পায়ে ছটি সেলাই নিয়ে শুটিংয়ে অদ্রিজা রায়।

পায়ে ছটি সেলাই নিয়ে শুটিংয়ে অদ্রিজা রায়। ছবি: ইনস্টাগ্রাম।

অভিনেতাদের কখনও থামতে নেই। শ্বাস বন্ধ হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত দর্শকমনে বিনোদন ছড়িয়ে যেতে হয়— মন থেকে মানেন অদ্রিজা রায়। সেই বিশ্বাস থেকে সম্প্রতি পায়ে অস্ত্রোপচার করিয়েই ধারাবাহিক ‘অনুপমা’র সেটে ফিরলেন তিনি। আনন্দবাজার অনলাইনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন খোদ অভিনেত্রী। অদ্রিজার কথায়, “পায়ে ছ’টি সেলাই পড়েছে। তা নিয়েই নাচের দৃশ্যে অভিনয় করেছি।”

Advertisement

সদ্য পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিন গিয়েছে। তাঁর ধারাবাহিক ‘বেদেনি মলুয়ার কথা’ দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন অদ্রিজা। আপাতত অভিনেত্রী ব্যস্ত হিন্দি ধারাবাহিক নিয়ে। পরিচালক সম্বন্ধে বলতে গিয়ে কথা প্রসঙ্গে জানান, তাঁর পায়ে অস্ত্রোপচার হয়েছে। কী হয়েছিল তাঁর? কেন পায়ে ছ’টি সেলাই পড়ল? জানতে চেয়েছিল আনন্দবাজার অনলাইন। অভিনেত্রীর কথায়, “অনেক সময়েই সেটে আমরা খালি পায়ে থাকি। আমিও ছিলাম। কী করে যেন পাথরকুচি চামড়া ভেদ করে ভিতরে ঢুকে গিয়েছিল। খালি পায়ে হাঁটলে পায়ে খচখচ করে ফুটত। ভেবেছিলাম, কড়া পড়েছে। নিজে থেকেই ঠিক হয়ে যাবে।”

এই পা নিয়েই কুম্ভমেলায় যান তিনি। সেখানেও খালি পায়ে হাঁটেন। তাতেই বাড়াবাড়ি। ব্যথায় পা ফেলতে পারছিলেন না অদ্রিজা। চিকিৎসকের কাছে গেলে এক্স-রে করান তিনি। দেখেন, ক্রমাগত খালি পায়ে হাঁটাহাঁটির ফলে পাথরকুচি মাংসের মধ্যে ঢুকে জড়িয়ে গিয়েছে। অবস্থা বুঝে অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিসক। মাংস থেকে ওই পাথরকুচি বের করতে অনেকটা সময় লেগেছিল। কাটা অংশ জুড়তে ছ’টি সেলাই পড়েছে অদ্রিজার। পায়ে বড় ব্যান্ডেজ নিয়েই আপাতত হাঁটাচলা করছেন। সেটে হাসিমুখে শুটিংয়ে অংশ নিচ্ছেন সকলের সঙ্গে।

Advertisement
আরও পড়ুন