Ahona Dutta And Her Daughter

অনেকেই চান আমি তাঁদেরও চুমু খাই, সেটা হচ্ছে না বলেই কি রাগে জ্বলছেন! কেন বললেন অহনা?

“আমার কোনও বন্ধু নেই। তাই ওকে আঁকড়ে ধরেছি। ওকে আদরে ভরিয়ে দিচ্ছি।” কার কথা বললেন অভিনেত্রী?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৩
অহনা দত্তকে কাকে ঘিরে নিরাপত্তাহীনতায় ভুগছেন?

অহনা দত্তকে কাকে ঘিরে নিরাপত্তাহীনতায় ভুগছেন? ছবি: ফেসবুক।

শনিবার সকাল থেকেই মেজাজ বিগড়েছে অভিনেত্রী অহনা দত্তের। ক্ষোভে ফেটে পড়েছেন তিনি। ভিডিয়োবার্তায় খুব বিরক্তির সঙ্গে বলেছেন, “ও আমার। ওকে চুমু খাব। দরকারে মারবও। সব করতে পারি ওকে। কারণ, ও শুধুই আমার!”

Advertisement

কাকে নিয়ে এত নিরাপত্তাহীনতায় ভুগছেন অহনা? কার প্রতিই বা তাঁর এত অধিকারবোধ?

জানতে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম। অভিনেত্রী বিজ্ঞাপনী শুটিংয়ের কারণে শান্তিপুরে। সেখান থেকেই ফোনে জবাব দিতে গিয়ে হেসে ফেলেছেন। বলেছেন, “সবটাই আমার মেয়েকে নিয়ে। ওকে কেন এত হামি খাই, চেপে চেপে ধরি— সব কিছু নিয়েই সকলের সমস্যা। তাঁরা সে সব কথা সমাজমাধ্যমে লেখেনও। অনেক দিন ধরেই বিরক্তি চেপে রেখেছিলাম। শেষে বলেই ফেললাম।” এই অনুভূতি থেকেই তাঁর মত, মা তাঁর সন্তানের সঙ্গে যা খুশি করতে পারেন। এই নিয়ে কারও মতামত দেওয়ার কিছু নেই।

তার পরেই রসিকতা তাঁর, “শুনেছি, অনেকেই নাকি চান আমি তাঁদের চুমু খাই! সেই ইচ্ছা পূরণ না করে শুধু মেয়েকেই চুমু খাচ্ছি। হয়তো তাঁরা সেটা হজম করতে পারছেন না।” এই তালিকায় কারা আছেন? ফের জোরে হাসি অভিনেত্রীর। অহনা জানালেন, তাঁর পোষ্যরাই নাকি একরত্তিকে হিংসা করছে! তিনি সারা ক্ষণ মেয়েকে নিয়ে মেতে আছেন বলে।

হাসি থামতেই অন্য অহনা প্রকাশ্যে। একটু থেমে লম্বা শ্বাস নিয়ে যেন তাঁর স্বগতোক্তি, “আসলে আমার তো কোনও বন্ধু নেই। তাই মেয়েকেই আঁকড়ে ধরেছি। ওর বাবা আর ও—এদেরই নিজের মনে করি। বন্ধু ভাবতে চাই। তাই হয়তো ওদের উপরে একটু বেশিই অধিকারবোধ আমার।”

Advertisement
আরও পড়ুন