Alia Bhatt at Cannes 2025

শরীর জুড়ে ফুলের পাপড়ির আস্তরণ! কানে রাজেন্দ্রাণীর মতোই পা রাখলেন আলিয়া ভট্ট

আলিয়া কী সাজে নিজেকে সাজাবেন? তাই নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। ভট্ট কন্যা এলেন, দেখলেন, জয় করলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ০০:৪৪
কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভট্ট।

কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভট্ট। ছবি: রয়টার্স।

সিঁথিতে চওড়া সিঁদুর নেই। কিংবা শরীর ঢাকা নয় শ্রীমদভাগবত গীতায়। বিদেশের মাটিতে বিদেশি পোশাকেই আসর মাত করলেন আলিয়া ভট্ট। তাঁর পেলব গোলাপিরঙা করসেট গাউনে যেন উষ্ণতার আলিঙ্গন। লক্ষ গোলাপ পাপড়ি মেলেছে। সঙ্গে মানানসই রূপটান। এলিয়ে পড়া চুলে কলকা খোঁপা, ছিমছাম গয়না। এতেই মাত করলেন নায়িকা। ভট্ট কন্যে এ দিন অপেক্ষার অবসান ঘটিয়ে ডোবালেন লাল গালিচায়।

Advertisement

আলিয়া এ দিন নিজেকে সাজিয়েছিলেন পোশাক পরিকল্পক ড্য়ানিয়েল রোজবেরির তৈরি স্ট্রাপলেস গাউনে। পাতলা, নরম কাপড়ের উপরে সিকুইনের সূক্ষ্ম কাজ এই পোশাককে মহার্ঘ্য করেছে। আলিয়া নিজেও হাল্কা প্যাস্টেল রঙের পোশাকে নিজেকে সাজাতে ভালবাসেন। তেমনই রঙের ছোঁয়া এই পোশাকেও। পোশাকের নিচের অংশ ফুলের পাপড়ির মতোই অজস্র খাঁজ বিশিষ্ট।

আলিয়া এ দিন নিজেকে সাজিয়েছিলেন পোশাক পরিকল্পক ড্য়ানিয়েল রোজবেরির তৈরি স্ট্রাপলেস গাউনে।

আলিয়া এ দিন নিজেকে সাজিয়েছিলেন পোশাক পরিকল্পক ড্য়ানিয়েল রোজবেরির তৈরি স্ট্রাপলেস গাউনে। ছবি: রয়টার্স।

নরম গোলাপিরঙা গাউনে সেজে এ দিন বলিউড অভিনেত্রী যাত্রা শুরু করেন হোটেল মার্টিনেজ থেকে। প্রথম বার পা রেখেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাঁর সাজ, তাঁর ব্যক্তিত্ব, আন্তরিকতা, রূপের জৌলুসে মুগ্ধ ফ্রান্স।

Advertisement
আরও পড়ুন