Dipika Kakar

এখনই ফেরা হচ্ছে না কাজে! যকৃত ক্যানসারের যন্ত্রণা এখনও পিছু ছাড়েনি, কী বললেন দীপিকা?

দিনকয়েক আগেই শোনা গিয়েছিল, রবি দুবের প্রযোজনায় ভিভিয়ান ডিসেনার বিপরীতে অভিনয় করবেন তিনি। কিন্তু এখনই তিনি অভিনয়ে ফিরছেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুলাই ২০২৫ ২০:৩৩
এখনই অভিনয়ে ফেরা হচ্ছে না দীপিকার।

এখনই অভিনয়ে ফেরা হচ্ছে না দীপিকার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

যকৃতের ক্যানসারের সঙ্গে লড়ছেন দীপিকা কক্কর। অস্ত্রোপচার হয়ে গিয়েছে। কিন্তু তার পরেও চলছে বিশেষ থেরাপি। এর মধ্যে করিয়েছেন স্তন ক্যানসারের পরীক্ষাও। এর মধ্যেই খবর ছড়ায়, খুব দ্রুত ফের ছোট পর্দায় ফিরছেন দীপিকা। কিন্তু তা আপাতত হচ্ছে না।

Advertisement

দিনকয়েক আগেই শোনা গিয়েছিল, রবি দুবের প্রযোজনায় ভিভিয়ান ডিসেনার বিপরীতে অভিনয় করবেন তিনি। কিন্তু এখনই তিনি অভিনয়ে ফিরছেন না। অনুরাগীদের আরও বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে তাঁকে ছোট পর্দায় দেখার জন্য। বর্তমানে দীপিকার একটাই লক্ষ্য, শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা। অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছেন, “এখনই অভিনয়ে ফিরছেন না। এখন শুধু স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছেন তিনি। সেই সঙ্গে পরিবারের সঙ্গে সুসময় কাটানোর ইচ্ছে।”

দীপিকাকেও সরাসরি প্রশ্ন করা হয়েছিল, তিনি কবে ছোট পর্দায় ফিরছেন? উত্তরে অভিনেত্রী বলেছেন, “আমি তো চাই ফিরতে। চিকিৎসককেও জিজ্ঞাসা করেছিলাম। রুহানের (দীপিকার পুত্র) স্তন্যপান করা বন্ধ হয়ে গেলেই আমি কাজে ফিরব— এই পরিকল্পনাই ছিল আমার। কিন্তু সবটা এমন হয়ে যাবে কেউ ভাবিনি। চিকিৎসক অনুমতি দিলে নিশ্চয়ই ফিরব।”

জানুয়ারি থেকে শরীরে নানা রকমের সমস্যা দেখা দিতে শুরু করে। মে মাসে দীপিকা জানান, তিনি যকৃতের ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। ক্যানসার আক্রান্ত হওয়ার দেড় মাস পর জানালেন, ম্যামোগ্রাফি পরীক্ষা করিয়েছেন তিনি। বাঁ দিকের স্তনে কিছু অস্বাভাবিকতা দেখা গিয়েছিল। তবে পরীক্ষার রিপোর্ট ভাল এসেছে বলে জানান দীপিকা।

Advertisement
আরও পড়ুন