Uorfi Javed

ঠোঁট ফুলে ঢোল, যন্ত্রণায় চোখ দিয়ে বেরোচ্ছে জল! এ কী অবস্থা উর্ফীর? উদ্বিগ্ন অনুরাগীরা

ঠোঁট ফুলে ঢোল। মুখমণ্ডলের থেকে বড় আকার নিয়েছে তাঁর অধর-ওষ্ঠ। নিজেই ভাগ করে নিয়েছেন সেই ভয়ানক ছবি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুলাই ২০২৫ ১৫:১১
এ কী অবস্থা উর্ফীর!

এ কী অবস্থা উর্ফীর! ছবি: সংগৃহীত।

অভিনব কায়দার পোশাক পরে চমকে দেন উর্ফী জাভেদ। এ বার উর্ফীর ঠোঁট দেখে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। ঠোঁট ফুলে ঢোল। মুখমণ্ডলের থেকে বড় আকার নিয়েছে তাঁর অধর-ওষ্ঠ। নিজেই ভাগ করে নিয়েছেন সেই ভয়ানক ছবি। অনুরাগীরা এই অবস্থায় উর্ফীকে দেখে শিউরে উঠছেন। এ কী অবস্থা করলেন নেটপ্রভাবী?

Advertisement

কিছু দিন আগেই উর্ফী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি ঠোঁটে ফিলার্স ব্যবহার করেছেন। বোটক্সের ব্যবহার নিয়েও কথা বলেছিলেন তিনি। বিষয়টি নিয়ে কোনও রাখঢাক না করেই কথা বলেছিলেন উর্ফী। অনুরাগীরা সততার জন্য কুর্নিশ জানিয়েছিলেন উর্ফীকে। কিন্তু এ বার ঠোঁটের ফিলার্স সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিলেন নেটপ্রভাবী। নিজের ঠোঁটের আকার ফিরে পেতে চাইছেন উর্ফী। তাই চিকিৎসকের কাছে গিয়েছিলেন ফিলার্স সরিয়ে ফেলতে।

ফিলার্স সরিয়ে ফেলার পদ্ধতিতেই নাকি এমন অঘটনের শিকার উর্ফী। একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, ইনজেকশন ফোটানো হচ্ছে উর্ফীর ঠোঁটে। রবিবার এই ভিডিয়ো ইনস্টাগ্রামে ভাগ করে নিয়ে উর্ফী লিখেছেন, “এটা ফিলার্স নয়। আমি ফিলার্সটা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি, কারণ সবটা নষ্ট হয়ে গিয়েছিল। পরে আবার ফিলার্স ব্যবহার করব, কিন্তু আর সূঁচ ফুটিয়ে নয়। ফিলার্স সরিয়ে ফেলার এই পদ্ধতি খুবই যন্ত্রণাদায়ক। তবে সব সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এই পদ্ধতি অবলম্বন করা উচিত।”

শনিবার ফিলার্স সরিয়ে ফেলার আগেও উর্ফী একটি ছবি ভাগ করে নিয়ে লিখেছিলেন, “ফিলার্স সরিয়ে ফেলছি। বিশ্বাস করতে পারছি না। মাত্র ১৮ বছর বয়স থেকে আমি ফিলার্স ব্যবহার করছি। নিজেকে ফিলার্স ছাড়া দেখিনি কত দিন। এক সপ্তাহের মধ্যে আবার লিপ ফিলার্স করিয়ে নেব। তবে এ বার আরও সূক্ষ্ম কৌশল ব্যবহার করব।”

Advertisement
আরও পড়ুন