Phulki Actress New Works

‘ফুলকি’ শেষ হতেই দিব্যাণীর ঝুলিতে একাধিক ছবি! তা হলে কি আর ছোটপর্দায় দেখা যাবে না নায়িকাকে?

ছোটপর্দার গণ্ডি ছাড়িয়ে বড়পর্দায় অভিনেত্রী দিব্যাণী মণ্ডল। ‘ফুলকি’ ধারাবাহিকের মাধ্যমেই অভিনয়জীবন শুরু হয় তাঁর। এই কাহিনি শেষ হওয়ার পর কি আর তাঁকে ধারাবাহিকে দেখা যাবে না?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১০:৫৯
ছোটপর্দায় আর দেখা যাবে না দিব্যাণীকে? ছবি: সংগৃহীত।

ছোটপর্দায় আর দেখা যাবে না দিব্যাণীকে? ছবি: সংগৃহীত।

মাত্র দু’দিন হল শেষ হয়েছে ‘ফুলকি’র শুটিং। ধারাবাহিকের শুটিং চলাকালীনই শোনা গিয়েছিল, ছোটপর্দার গণ্ডি ছাড়িয়ে বড়পর্দায় প্রবেশ করছেন অভিনেত্রী দিব্যাণী মণ্ডল। সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এ ছাড়াও নাকি তাঁর ঝুলিতে একের পর এক বড়পর্দার কাজ? তা হলে কি আর তাঁকে ছোটপর্দায় দেখা যাবে না?

Advertisement

একটানা ধারাবাহিকের শুটিংয়ের পর ছুটি পেয়েছেন দিব্যাণী। তাই আপাতত ছুটি কাটাতে ব্যস্ত অভিনেত্রী। নিজের মতো করে সময় কাটাচ্ছেন। ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছেন। আর প্রথম ছবির প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। এরই মাঝে ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস, তা হলে কি আর ছোটপর্দায় দেখা যাবে না তাঁকে?

এই প্রশ্নে দিব্যাণীর স্পষ্ট উত্তর, “যদি কারও এই ধারণা হয়ে থাকে তা হলে তা ঠিক নয়। হয়তো এখনই ধারাবাহিকে দেখা যাবে না। কারণ, সৃজিত স্যরের ছবিটি করছি। সেই চরিত্রে মনোযোগ দিতে চাই। আরও কিছু নতুন ধরনের কাজের কথাবার্তা চলছে। তাই হয়তো ছোটপর্দায় ফিরতে সময় লাগবে। কিন্তু একেবারে যে ধারাবাহিকে অভিনয় করব না তা নয়। হয়তো আগামী বছরের শেষে দেখা যাবে। এখনই কিছু বলতে পারছি না। তবে ফিরব অবশ্যই।” কলকাতার মেয়ে নন দিব্যাণী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে করতে অভিনযাত্রার শুরু। আগামী দিনে তাঁকে নতুন ভাবে দেখার অপেক্ষায় দর্শক।

Advertisement
আরও পড়ুন