Esha Gupta on Sajid Khan

যৌন হেনস্থার পরে প্রকাশ্যে গালিগালাজের অভিযোগ! সাজিদ খানের বিরুদ্ধে মুখ খুললেন এষা গুপ্ত

সাজিদ খানের বিরুদ্ধে রয়েছে একাধিক যৌন হেনস্থার অভিযোগ। এ বার বলিউডের পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন অভিনেত্রী এষা গুপ্ত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১৩:২৭
সাজিদ খানের বিরুদ্ধে মুখ খুললেন এষা গুপ্ত।

সাজিদ খানের বিরুদ্ধে মুখ খুললেন এষা গুপ্ত। ছবি: সংগৃহীত।

সাজিদ খানের বিরুদ্ধে রয়েছে একাধিক যৌন হেনস্থার অভিযোগ। এ বার বলিউডের পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন অভিনেত্রী এষা গুপ্ত। তাঁর দাবি, প্রকাশ্যে তাঁর সঙ্গে নাকি অভব্য আচরণ করেছেন সাজিদ খান। তার জেরে ছবির কাজ মাঝপথেই ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে এষা জানান, জনসমক্ষে সাজিদের সঙ্গে তাঁর তুমুল ঝগড়া হয় এবং তা গালিগালাজ পর্যন্ত পৌঁছোয়। অভিনেত্রী বলেন, “প্রবল ঝগড়া হয়েছিল। সাজিদ খানের সঙ্গে আমার মোটেও সুসম্পর্ক নয়। তার উপর একবার বিরাট ঝগড়া হয়েছে। তার পরে আর কখনওই আমাদের মধ্যে সম্পর্ক ঠিক হয়নি। লোকে আমাকে গালাগালি দেবে, সেটা আমার মোটেই পছন্দ নয়। ভাল ব্যবহার করা তো খুব সাধারণ একটা বিষয়।”

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছোয় যে, সাজিদ খান অশ্রাব্য ভাষায় আক্রমণ করতে শুরু করেন এষাকে। ছেড়ে দেননি অভিনেত্রীও। তিনিও পাল্টা গালাগালি করা শুরু করেন সাজিদ খানকে। শুটিং সেট ছেড়ে চলেও যান অভিনেত্রী। সিদ্ধান্ত নেন, এই ছবিতে আর কাজ করবেন না। তার পরেই নাকি ছবির প্রযোজক ফোন করে ক্ষমা চেয়েছিলেন এষার কাছে।

অভিনেত্রী বলেছেন, “আমি সেট থেকে বেরিয়ে গিয়েছিলাম। বাড়ি ফিরে স্থির করেই ফেলেছিলাম, আর এই ছবিতে কাজ করব না। কিন্তু প্রযোজক ফোন করে ক্ষমা চান।” প্রযোজকের পরে সাজিদও নাকি ফোন করে ক্ষমা চেয়েছিলেন তাঁর কাছে।

কিন্তু কী নিয়ে সাজিদের সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল? প্রশ্ন করতেই অভিনেত্রী বলেন, “কিছু মানুষ কথা বলার আগে ভাবেন না। নানা কারণে এদের মাথা গরম হয়ে থাকে। আমি আর এই বিষয় নিয়ে কথা বলতেই চাই না।”

মন্দানা করিমি, অহনা কুমরা, শেরলিন চোপ়ড়া, র‌্যাচেল হোয়াইট, সালোনি চোপড়া এর আগে সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন।

Advertisement
আরও পড়ুন