Fatima Sana Shaikh

‘সব কিছু করতে প্রস্তুত তো!’ এমন সব কুপ্রস্তাব কী ভাবে সামলেছেন ফতিমা?

দক্ষিণ ভারতীয় ছবির জগতে এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ফতিমা। ‘কাজের জন্য সব কিছু করতে রাজি?’ এমন প্রশ্নও করা হয়েছিল তাঁকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৯:৫২
Actress Fatima Sana Shaikh talks about casting couch she faced

কুপ্রস্তাব কী ভাবে সামলেছেন ফতিমা? ছবি: সংগৃহীত।

‘কাস্টিং কাউচ’ নিয়ে এ বার মুখ খুললেন ফতিমা সানা শেখ। অভিনয়ের জন্য প্রায়ই প্রশংসা পান তিনি। কিন্তু বলিউড সফরের প্রথম দিকে তাঁকেও কুপ্রস্তাবের মুখোমুখি হতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেছেন তিনি।

Advertisement

দক্ষিণ ভারতীয় ছবির জগতে এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ফতিমা। ‘কাজের জন্য সব কিছু করতে রাজি?’ এমন প্রশ্নও করা হয়েছিল তাঁকে। অভিনেত্রী বলেছেন, “তিনি (কাস্টিং এজেন্ট) আমাকে প্রশ্ন করেছিলেন, ‘তুমি সব কিছু করতে রাজি তো?’ আমি বলেছিলাম, আমি পরিশ্রম করব এবং চরিত্রের জন্য যা প্রয়োজন, সেটা করব। কিন্তু তিনি সেই ইঙ্গিতপূর্ণ কথাটা বলতেই থাকেন। আর আমি না বোঝার ভান করে উত্তর দিতে থাকি। দেখতে চাইছিলাম, কত নীচে নামতে পারেন তিনি।”

এমনই আর এক অভিজ্ঞতা হয়েছিল হায়দরাবাদে। সেখানে এক প্রযোজক নাকি ‘কাস্টিং কাউচ’ নিয়ে খোলামেলা কথা বলেন। ফতিমা বলেছেন, “আমরা একটা ঘরের মধ্যে ছিলাম। প্রযোজকেরা জানিয়েছিলেন, লোকজনের সঙ্গে দেখা করতে হবে ইত্যাদি। বুঝতেই পারছিলাম, কী বলতে চাইছেন ওঁরা। তবে সরাসরি কিছু বলছিলেন না।”

২০১৫ সালে ফতিমা একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু তার পর থেকে আর কোনও দক্ষিণী ছবিতে দেখা যায়নি তাঁকে। শিশুশিল্পী হিসাবেও কাজ করেছিলেন ফতিমা। বলিউডে তাঁর প্রথম ছবি ‘দঙ্গল’। সেই ছবিতে প্রশংসা পান অভিনেত্রী। এর পরে ‘লুডো’, ‘অজীব দাস্তাঁ’, ‘ধক ধক’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। আগামী দিনে তাঁকে দেখা যাবে ‘মেট্রো ইন দিনো’, ‘আপ জয়সা কোই’-এর মতো ছবিতে।

Advertisement
আরও পড়ুন