Dharmendra health update

‘এখন সব ঈশ্বরের হাতে’, বাড়ি ফিরে কেমন আছেন ধর্মেন্দ্র? বর্তমান শারীরিক অবস্থা জানালেন হেমা মালিনী

বুধবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ধর্মেন্দ্র। গত কয়েক দিন ধর্মেন্দ্রের সন্তানেরা বিনিদ্র রজনী কাটিয়েছেন। অবশেষে তাঁরা স্বস্তির শ্বাস নিচ্ছেন বলে জানান হেমা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১০:৫৫
ধর্মেন্দ্র কেমন আছেন, জানালেন হেমা।

ধর্মেন্দ্র কেমন আছেন, জানালেন হেমা। ছবি: সংগৃহীত।

মৃত্যুর খবর গুজব ছিল। জানিয়েছিল ধর্মেন্দ্রের পরিবার। বরং অসুস্থতাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। বাড়ি ফেরার পরে কেমন আছেন বর্ষীয়ান তারকা? জানালেন হেমা মালিনী।

Advertisement

বুধবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ধর্মেন্দ্র। গত কয়েক দিন ধর্মেন্দ্রের সন্তানেরা বিনিদ্র রজনী কাটিয়েছেন। অবশেষে তাঁরা স্বস্তির শ্বাস নিচ্ছেন বলে জানান হেমা। এই কঠিন সময়ে তিনি নিজেকে দুর্বল হতে দেবেন না বলেও জানান। বর্ষীয়ান অভিনেত্রী বলেন, “এই সময়টা মোটেই আমার জন্য সহজ ছিল না। ধর্মজির স্বাস্থ্য আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওঁর সন্তানেরা রাতে ঘুমোতে পারছে না। এই সময়ে আমি তো দুর্বল হতে পারি না। অনেক দায়িত্ব আমার কাঁধে।”

এই কঠিন সময়ে একমাত্র আনন্দের বিষয় হল, ধর্মেন্দ্র বাড়ি ফিরেছেন। তাই হেমা বলেছেন, “ভাল লাগছে, উনি হাসপাতাল থেকে ফিরে এসেছেন। ওঁর এখন নিজের প্রিয়জনদের মাঝে থাকা উচিত। বাকি সব ঈশ্বরের হাতে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে ধর্মেন্দ্রের বাড়ির সামনে ভিড় করেন ছবিশিকারিরা। তখন ছবিশিকারিদের দেখে মেজাজ হারান সানি দেওল।

শ্বাসকষ্ট নিয়ে এক সপ্তাহ আগে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। ছিল বয়সজনিত অন্যান্য অসুস্থতাও। সোমবার আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতির ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। সে সময়ে এমনও বলা হয়, ভেন্টিলেশনে রাখা হয়েছে ধর্মেন্দ্রকে। তড়িঘড়ি হাসপাতালে আসতে থাকেন বলিউডের তাবড় তারকারা। ওই দিনই গভীর রাতে তাঁর সঙ্গে দেখা করে যান সলমন খান, শাহরুখ খান প্রমুখ। যদিও তখনও হেমা মালিনীর তরফ থেকে জানানো হয়, ধর্মেন্দ্র স্থিতিশীল।

Advertisement
আরও পড়ুন