Indrani Halder

চার বছর পর্দার আড়ালে ইন্দ্রাণী হালদার! স্বেচ্ছানির্বাসন নিয়েছেন, না কি নেপথ্যে অন্য কারণ?

‘শ্রীময়ী’ ধারাবাহিকের পর আর ছোট বা বড়— কোনও পর্দায়ই দেখা যায়নি অভিনেত্রী ইন্দ্রাণী হালদারকে। কেন অভিনয় থেকে দূরে?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৪:০০
কেন অভিনয় থেকে দূরে ইন্দ্রাণী?

কেন অভিনয় থেকে দূরে ইন্দ্রাণী? ছবি: সংগৃহীত।

২০২১ সালে শেষ বার তাঁকে পর্দায় দেখেছিল দর্শক। মাঝে কেটে গিয়েছে চার বছর। কিছু দিন আগে ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের একটি ভিডিয়ো। সম্ভবত মাচা শো করতে গিয়েছিলেন তিনি। সেই মঞ্চে অভিনেত্রীর চেহারা নিয়ে খুবই বিতর্ক তৈরি হয়। অনেকটা ওজন নাকি বেড়েছে তাঁর! কেন রোল ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে অভিনেত্রী, তা জানতেই আনন্দবাজার ডট কমের তরফে যোগাযোগ করা হয় ইন্দ্রাণীর সঙ্গে।

Advertisement

কাজ থেকে দূরে রয়েছেন বিভিন্ন কারণে। ভাল চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে যে তিনি ফিরিয়ে দেবেন না সেই আভাসও দিয়েছেন। কিন্তু এখন কেন ধারাবাহিক বা বড় পর্দা— কোথাও দেখা যাচ্ছে না তাঁকে?

আনন্দবাজার ডট কমকে ইন্দ্রাণী বললেন, “মাঝের ক’টা বছরে অনেক চরিত্রের সুযোগ এসেছে। কিন্তু কোনওটাই করার মতো বলে আমার মনে হয়নি। বেশির ভাগ চরিত্রই প্রায় ‘শ্রীময়ী’র ধাঁচের। তাই আমি না করে দিয়েছি। সত্যি বলতে ‘শ্রীময়ী’ যে জনপ্রিয়তা, ভালবাসা পেয়েছে সেই মান রাখতে হলে আমায় তেমনই কোনও ভাল চরিত্রে কাজ করতে হবে।” তিনি আরও জানান, এই মুহূর্তে যে ধরনের বিষয় নিয়ে ছোট পর্দায় কাজ হচ্ছে তা, তাঁকে খুব একটা আকৃষ্ট করছে না।

ইন্দ্রাণী বলেন, “এখন খুব অল্প দিনেই শেষ হয়েছে ধারাবাহিকগুলো। আমাদের কাহিনি সম্প্রচারিত হয়েছিল প্রায় আড়াই বছর ধরে। এমনকি এখনকার কাহিনিও আমার খুব একটা পছন্দ হচ্ছে না।” কাজ করতেই হবে বলে কাজ করতে চান না তিনি। ইন্দ্রাণীর কথায়, “বহু বছর কাজ করছি। তেমন কাজ না হলে করতে চাই না। তার চেয়ে বরং বাইরে ঘুরতে যাব। লন্ডন, প্যারিস ঘুরে বেড়াব তা-ও ভাল।”

Advertisement
আরও পড়ুন