Sukesh-Jacqueline Case Update

হাই কোর্টে আর্জি খারিজ, আর্থিক তছরুপ মামলা থেকে রেহাই পাচ্ছেন না জ্যাকলিন ফার্নান্ডেজ়?

সময়টা ভাল যাচ্ছে না জ্যাকলিন ফার্নান্ডেজ়ের। আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত সুকেশের সঙ্গে তিনি ছিলেন না, আদালতে গৃহীত হল না এই আর্জি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১০:১৮
আর্থিক তছরুপ মামলা থেকে রেহাই নেই জ্যাকলিন ফার্নান্ডেজ়ের?

আর্থিক তছরুপ মামলা থেকে রেহাই নেই জ্যাকলিন ফার্নান্ডেজ়ের? ছবি: ফেসবুক।

সদ্য মাকে হারিয়েছেন। শোকে প্রলেপ পড়ার আগেই ফের নতুন বিপর্যয়ের সম্মুখীন জ্যাকলিন ফার্নান্ডেজ়। তিনি সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির আর্থিক তছরুপ কাণ্ডের সঙ্গে কোনও ভাবেই যুক্ত নন, দিল্লি হাই কোর্টে এই আবেদন জানিয়েছিলেন। বৃহস্পতিবার আদালত শ্রীলঙ্কার অভিনেত্রীর সেই আবেদন খারিজ করে দিয়েছে। খবর, আর্থিক প্রতারণা প্রতিরোধ আইন অনুসারে সুকেশের সঙ্গে তাঁর বিরুদ্ধেও আর্থিক তছরুপের অভিযোগ দায়ের করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির সেই অভিযোগকে চ্যালেঞ্জ জানিয়ে তাঁর বিরুদ্ধে দায়ের করা অভিযোগ বাতিলের আর্জি জানিয়েছিলেন জ্যাকলিন। এ দিন তাঁর সেই আবেদন বাতিল করে উচ্চ আদালত।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, জ্যাকলিনের আবেদন খারিজ করেন বিচারপতি অনীশ দয়াল। এ দিন আদালতে ইডির আইনজীবী অভিনেত্রীর আবেদনের বিরোধিতা করে জানান, সুকেশের থেকে জ্যাকলিন একাধিক দামি উপহার নিয়েছেন এবং আর্থিক তছরুপের সঙ্গে তিনিও যুক্ত ছিলেন, তার প্রমাণ ইডির হাতে আসে। সেই প্রমাণের ভিত্তিতেই এই মামলায় তাঁর নাম যুক্ত হয়। সে সময়ে জিজ্ঞাসাবাদের জন্য তিনি ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন।

বৃহস্পতিবার আদালতে শুনানি চলাকালীন আত্মপক্ষ সমর্থন করে অভিনেত্রী জানান, তিনি সুকেশের প্রকৃত পরিচয় জানতেন না। প্রতারক তাঁর রূপসজ্জাশিল্পীর মাধ্যমে যোগাযোগ করেছিলেন। পরিচয় দিয়েছিলেন, তিনি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। প্রসঙ্গত, সুকেশের বিরুদ্ধে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার পরিচয়ে দুই প্রাক্তন প্রোমোটার শিবিন্দর সিংহ এবং মালবিন্দর সিংহের স্ত্রীদের সঙ্গে ২০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।

জ্যাকলিনের যুক্তিকে খণ্ডন করতে পাল্টা যুক্তি দেন ইডি-র আইনজীবী জোহেব হোসেন। তিনি জানান, সুকেশের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি জানার পরেও জ্যাকলিন তাঁর থেকে উপহার নিতে দ্বিধা করেননি। সংশোধনাগারে থাকার সময় অভিযুক্ত অভিনেত্রীর জন্মদিন-সহ বিশেষ দিনগুলিতে নিয়মিত প্রেমপত্র পাঠান। তাঁকে ‘প্রেয়সী’ বলে সম্বোধন করেন। একই সঙ্গে আঙুরের ক্ষেত, প্রমোদতরী, টিউলিপ বাগিচা–সহ নানা বহুমূল্য জিনিস এখনও উপহার দিয়ে চলেছেন।

Advertisement
আরও পড়ুন