Amitabh Bachchan

মৃত্যুর সঙ্গে লড়াই অমিতাভের, চোখে জল সহ-অভিনেতার! খবর পেয়ে কী অবস্থা হয় জয়া বচ্চনের?

তড়িঘড়ি হাসপাতালে ছুটতে হয়েছিল তাঁকে। একটি অস্ত্রোপচারও করাতে হয়েছিল। মৃত্যুর সঙ্গে ল়ড়াই করছেন স্বামী, এই খবর পৌঁছয় জয়ার কাছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ২০:২০
অমিতাভের মৃত্যুর খবরে কী হয়েছিল জয়ার?

অমিতাভের মৃত্যুর খবরে কী হয়েছিল জয়ার? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মৃত্যুর মুখে পৌঁছে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। স্বামীর ভয়ানক অবস্থা শুনে কী প্রতিক্রিয়া হয়েছিল জয়া বচ্চনের? সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন পুনীত ইসার।

Advertisement

লড়াইয়ের দৃশ্যে অভিনেতাদের প্রাণের ঝুঁকিও থাকে। সেই অভিজ্ঞতা হয়েছিল খোদ অমিতাভ বচ্চনেরও। একটি ছবিতে পুনীতের সঙ্গে লড়াইয়ের দৃশ্যে অভিনয় করছিলেন তিনি। একটি দৃশ্যে অমিতাভকে ঘুষি মারার কথা ছিল পুনীতের। সেই ঘুষি লাগে বেশ জোরেই। সেই সঙ্গে লড়াইয়ের দৃশ্যটি চলাকালীনই একটি টেবিলের উপরে পড়ে গিয়েছিলেন তিনি। গুরুতর চোট পান। প্রাণ সংশয়ও ছিল তাঁর।

চোট যে বেশ গুরুতর, তা প্রথমে বুঝতে পারেননি অভিনেতা। কিন্তু কিছু ক্ষণ পরেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তড়িঘড়ি হাসপাতালে ছুটতে হয়েছিল তাঁকে। একটি অস্ত্রোপচারও করাতে হয়েছিল। মৃত্যুর সঙ্গে ল়ড়াই করছেন স্বামী, এই খবর পৌঁছয় জয়ার কাছে। কিন্তু তার পরেও নিজের মানসিক স্থিতি বজায় রেখেছিলেন অভিনেত্রী।

পুনীত নিজেকে পুরো ঘটনার জন্য দোষী মনে করেছিলেন। তাঁর জন্যই অমিতাভের এই পরিস্থিতি, মনে মনে ভাবছিলেন। কিন্তু দুর্ঘটনার কথা জেনেও শান্ত ছিলেন জয়া। অভিনেতা বলেন, “অসাধারণ একজন মহিলা। ওঁরা আসলে চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত। তাই ওঁরা বোঝেন, এটা কারও একার দোষ নয়। এটা কোনও ক্রমে ঘটে গিয়েছে।”

অমিতাভও মনে কোনও ক্ষোভ রাখেননি এই ঘটনার পরে। জানান পুনীত। বিগ বি সম্পর্কে তিনি বলেন, “আমি ওঁকে দেখতে গিয়েছিলাম। ওই অবস্থায় ওঁকে দেখে আমার চোখে জল এসে গিয়েছিল। মনে হয়েছিল, আমার জন্যই সব হয়েছে। আসলে লড়াই করতে গেলে এ সব হতেই পারে, তা তিনিও জানতেন।”

Advertisement
আরও পড়ুন