Kangana Ranaut

ভারতকে পরমাণু বোমা নিয়ে হুমকি! পাকিস্তানি সেনাপ্রধানকে ‘ভিখারি’ বলে কেন তোপ দাগলেন কঙ্গনা?

আসিম মুনিরকে ‘ভিখারি’ বলে কটাক্ষ করেছেন কঙ্গনা। সম্প্রতি পরমাণু বোমা নিয়ে ভারতকে হুমকি দিয়েছেন পাক সেনাপ্রধান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১৯:৪৭
কঙ্গনার নিশানায় আসিম মুনির।

কঙ্গনার নিশানায় আসিম মুনির। ছবি: সংগৃহীত।

পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের উপর ক্ষোভ উগরে দিলেন কঙ্গনা রনৌত। অভিনয়ের পাশাপাশি কঙ্গনার রাজনৈতিক পরিচয়, তিনি হিমাচলের মন্ডী কেন্দ্রের সাংসদ। পদ্মশিবির থেকে নির্বাচন লড়েছিলেন তিনি। তাই এখন রাজনৈতিক বিষয় নিয়েও সরব হন অভিনেত্রী। এ বার পরমাণু বোমা নিয়ে পাকিস্তানের হুঁশিয়ারি দেখে চুপ থাকতে পারলেন না কঙ্গনা। অভিনেত্রী নিজের সমাজমাধ্যমে ফুঁসে উঠলেন।

Advertisement

আসিম মুনিরকে ‘ভিখারি’ বলে কটাক্ষ করেছেন কঙ্গনা। সম্প্রতি পরমাণু বোমা নিয়ে ভারতকে হুমকি দিয়েছেন পাক সেনাপ্রধান। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে অভিনেত্রী লিখেছেন, “ভিখারি আত্মঘাতী জঙ্গির মতো কথা বলছেন ইনি।”

পাকিস্তানি সেনা প্রধান দাবি করেছিলেন, ভবিষ্যতে প্রয়োজন পড়লে ভারতকে শিক্ষা দিতে পাকিস্তান নাকি পরমাণু বোমার ব্যবহার করতে পারে। এমনকি, ভারতের পরিকাঠামো ইসলামাবাদ ধ্বংস করে দিতে পারে বলেও হুমকি দেন মুনির। তিনি বলেছিলেন, “আমাদের কাছে পারমাণবিক শক্তি রয়েছে। যদি কখনও আমাদের মনে হয়, আমরা ডুবে যাচ্ছি, তা হলে অর্ধেক পৃথিবীকে সঙ্গে নিয়ে আমরা ডুবব। আমরা অপেক্ষা করে আছি, ভারত একটা বাঁধ তৈরি করুক। আমরাও সেটাকে ধ্বংস করে দেব।” এই মন্তব্য শুনেই ফেটে পড়েছেন কঙ্গনা। পাল্টা দিয়েছেন তিনি।

২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পরে সেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময়ে কঙ্গনা বলেছিলেন, “দেশ এখন যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা সকলেই ভীত সন্ত্রস্ত। যে সেনারা আমাদের নিরাপত্তা দিচ্ছেন, তাঁদের যেন ঈশ্বর রক্ষা করেন।”

Advertisement
আরও পড়ুন