Misbehave Of Kolkata Airport Authority

প্রযুক্তির যুগেও মা বাচ্চার স্টলারের জন্য লড়ছেন! বিমানবন্দরের অসহযোগিতায় ক্ষুব্ধ কনীনিকা

মেরুদণ্ডে অস্ত্রোপচারের জন্য মেয়েকে কোলে নিতে পারেন না তিনি। অভিনেত্রী ভাবতে পারছেন না, নিজের শহরে এই অসহযোগিতা পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ২১:০৪
মেয়ের জন্য কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের লড়াই।

মেয়ের জন্য কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। ছবি: ফেসবুক।

নিজের দেশের অন্য শহরেও এই ব্যবহার পাননি তিনি। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁর সমস্যাই বুঝলেন না? আনন্দবাজার ডট কমের কাছে জমে থাকা যন্ত্রণা উগরে দিলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। বললেন, “আমার সম্প্রতি মেরুদণ্ডে অস্ত্রোপচার হয়েছে। ঘুমন্ত কিয়াকে কোলে নিয়ে হাঁটতে পারি না। তাই স্টলার বা প্যারাম্বুলেটর ব্যবহার করি।” অথচ বিমান থেকে নামার পর একরত্তি মেয়ের প্যারাম্বুলেটরটাই পেলেন না অভিনেত্রী! “সঙ্গে ষাটোর্ধ্ব বাবা আর কাকা ছিলেন। আমি পারি না বলে ওঁরাই ঘুমন্ত মেয়েকে কোলে নিয়ে হাঁটলেন!”

Advertisement

প্রযুক্তির যুগ এখন। বাচ্চাদের হাতে হাতে এআই প্রযুক্তি ঘুরছে। সেই সময়ে দাঁড়িয়ে এক মাকে তাঁর সন্তানের প্যারাম্বুলেটরের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে লড়তে হচ্ছে! নিজের শহরের এই আচরণে নিজেই লজ্জিত কনীনিকা। তাঁর দাবি, এই সমস্যা একদিনের নয়। একাধিক বার তাঁকে এই যন্ত্রণা ভোগ করতে হয়েছে। তাই বাধ্য হয়ে বুধবার তিনি প্রতিবাদে ফেটে পড়েন। নিজের শহরের থেকে আরও একটু মানবিকতা আশা করেছিলেন তিনি।

কিয়ার জন্মদিনের আগে তার বাবা প্রযোজক অনুপম হরির জন্মদিন গিয়েছে। স্বামী-মেয়ের জন্মদিনের উদ্‌যাপন পালন করতেই সপরিবার কনীনিকা ঘুরতে গিয়েছিলেন তাইল্যান্ড। সেখানে সকলের সঙ্গে খুব মজা করেছেন। নিজের শহরে এত তিক্ত অভিজ্ঞতা তাঁর জন্য অপেক্ষা করছে, ভাবেননি তিনি। তাঁর কথায়, “আমি কিন্তু ফ্যাশনের জন্য প্যারাম্বুলেটর নিয়ে ঘুরি না।” যুক্তি দিয়েছেন, তাঁর মতো সমস্যা আরও অনেকেরই রয়েছে। অনেকে স্পন্ডেলাইটিসেও ভোগেন। তাঁরাও বাচ্চার জন্য প্যারাম্বুলেটর নিয়ে ঘোরেন। আগামী দিনে তাঁরা তা হলে কী করবেন?

কনীনিকার আরও আফসোস, দেশের অন্য শহরের বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে সহযোগিতা করেছেন। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছেন, ডমেস্টিক বিমান হলে পেয়ে যেতেন। আন্তর্জাতিক স্তরের বিমানে না কি প্যারাম্বুলেটর ফেরত পাওয়া যায় না!

অভিনেত্রী কি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানাবেন? “লিখলে ফল পাব? তা হলে জানাতাম। জানি, কিচ্ছু হবে না। তাই এ ভাবেই প্রতিবাদ জানাচ্ছি।”

Advertisement
আরও পড়ুন