দেবমাল্য়-মধুমিতার মধুচন্দ্রিমার কী পরিকল্পনা? ছবি: সংগৃহীত।
বিয়ের পিঁড়িতে অভিনেত্রী মধুমিতা সরকার। ২৩ জানুয়ারি চারহাত এক হবে। ১৭ জানুয়ারি আংটি বদল করলেন নায়িকা। এই মুহূর্তে তাঁকে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে দেখা যাচ্ছে। সেখানেও বিয়ের দৃশ্যের শুটিংই চলছে। ধারাবাহিকের ১৪ ঘণ্টা শুটিংয়ের ফাঁকে বিয়ের সব দায়দায়িত্ব সামলাচ্ছেন কী করে অভিনেত্রী?
শনিবার আংটিবদল সেরেই তিনি আবার ফ্লোরে ফিরেছেন। বিয়ের জন্য কত দিনের ছুটি পেলেন? নায়িকা বললেন, “শুধু বিয়েটুকুই। আমাদের ধারাবাহিকও তো নতুন শুরু হয়েছে। তাই বেশি ছুটি নিলে অসুবিধা। আইবুড়ো ভাতের দিন থেকে সম্ভবত ছুটি পাব। তার আগে ছুটি পাওয়া সম্ভবই নয়।” তা হলে বিয়ের কেনাকাটা করছেন কী ভাবে?
নায়িকা যোগ করেন, “এ ক্ষেত্রে দেবমাল্য এবং ওর পরিবার সত্যিই আমাকে খুব সাহায্য করছে। বহু জায়গায় আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। পুরোটাই সামাল দিচ্ছে দেবমাল্য এবং বাকিরা। আমার বন্ধুরাও রয়েছে। ভিডিয়ো কলে জিজ্ঞেস করে নিচ্ছে।” আংটিবদলের পর থেকে মনে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে। নায়িকা জানালেন, আরও বেশি করে মনে হচ্ছে দেবমাল্য তাঁর হয়ে গিয়েছে। মধুমিতা জানান, কাজের জন্য এখনই তাঁরা মধুচন্দ্রিমায় যেতে পারবেন না। এক-দেড়মাস পরে সম্ভবত তাঁরা ঘুরতে যাবেন কোথাও।