Mithu Chakraborty

ক্যানসারমুক্ত অভিনেত্রী মিঠু, গাড়ি চালাচ্ছেন, সত্বর ফিরতে চান ছবিতে

এক বছর হয়ে গেল শুটিং ফ্লোর থেকে দূরে মিঠু চক্রবর্তী। অসুস্থতার কারণে কাজ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিতে হয়েছিল তাঁকে। কিন্তু এখন অভিনেত্রী পুরোপুরি সুস্থ।

Advertisement
শেষ আপডেট: ০৫ জুন ২০২৫ ১৬:৫১
রোগমুক্ত অভিনেত্রী মিঠু চক্রবর্তী।

রোগমুক্ত অভিনেত্রী মিঠু চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি শেষ শুটিং ফ্লোরে গিয়েছিলেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে শেষ বার শট দিয়েছিলেন তিনি। তার পর এক বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। স্টুডিয়ো, শুটিং ফ্লোর, রোল-ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে থাকতে হয়েছিল অভিনেত্রীকে। শারীরিক অসুস্থতার জন্য কাজ থেকে দূরে ছিলেন তিনি। এখন কেমন আছেন মিঠু? তিনি এখন সম্পূর্ণ সুস্থ। এমনটাই আনন্দবাজার ডট কমকে জানিয়েছেন অভিনেত্রী।

Advertisement

কাজ তাঁর বড় প্রিয়। এত দিন ফ্লোর থেকে দূরে, কাজ ছাড়া জীবন ভিতরে ভিতরে মনখারাপের জন্ম দেয়।কাজে ফিরলেন মিঠু। সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটের জন্য কাজ করেছেন। একটি ভ্রমণ সংস্থার মুখ মিঠু এবং সব্যসাচী চক্রবর্তী। সেই কাজেই কয়েক ঘণ্টার জন্য ফ্লোরে গিয়েছিলেন অভিনেত্রী। কয়েক ঘণ্টা নয়, একটানা কাজে ফিরতে চান এ বার মিঠু। বললেন, “ফ্লোরে ফেরার জন্য আমি প্রস্তুত। ভাল সুযোগের অপেক্ষায় আছি। কেউ বললেই কাজে ফিরব। অনেক দিন হল অভিনয় থেকে দূরে। এ বার তো একটু মিস্ করছি। তাই যত তাড়াতাড়ি সম্ভব ফ্লোরে ফিরতে চাই।”

কেমোথেরাপির কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তবে তিন মাস অন্তর চিকিৎসকের কাছে যেতে হবে। এখন গাড়ি চালানোর অনুমতি পেয়েছেন মিঠু। তাই মাঝেমাঝেই গাড়ি নিয়ে নাতি কিংবা নাতনির কাছে চলে যান। অভিনেত্রী বললেন, “আমরা দু’জনেই (তিনি ও সব্যসাচী) বাড়িতে থাকতে ভালবাসি। মোটেও একঘেয়ে লাগে না। বই পড়ি। আর আমার সেলাইফোঁড়াই তো আছেই। দিনের অর্ধেকটা সেলাই করেই কেটে যায়।” এক বছর আগে ক্যানসারের কথা জানতে পারেন মিঠু। একেবারে প্রথম পর্যায়ে স্তন ক্যানসার ধরা পড়ে। তবে এখন রোগমুক্ত অভিনেত্রী।

Advertisement
আরও পড়ুন