Viral Video

অক্সফোর্ডের বিতর্কসভায় পাকিস্তানকে মাঠের বাইরে ফেললেন ভারতীয় পড়ুয়া! ভাইরাল ভিডিয়োয় প্রতিক্রিয়ার ঝড়

বীরাংশের জন্ম মুম্বইয়ে। বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র তিনি। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্কসভা অক্সফোর্ড ইউনিয়নে যোগ দিয়েছিলেন বীরাংশ। প্রতিপক্ষ ছিলেন পাকিস্তানি পড়ুয়া মুসা হররাজ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১১:২৩
Viraansh Bhanushali Delivers Blistering Critique of Pakistan at Oxford Union Debate

অক্সফোর্ডের ভারতীয় পড়ুয়া বীরাংশ ভানুশালী এবং পাকিস্তানি প্রতিপক্ষ মুসা হররাজ। ছবি: এক্স থেকে নেওয়া।

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ অক্সফোর্ড ইউনিয়নের বিতর্কসভায় পাকিস্তানকে হারালেন ভারতীয় পড়ুয়া। ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে চলা তীব্র বিতর্কে রীতিমতো তুলোধোনা করলেন প্রতিপক্ষকে। ভারতীয় ওই পড়ুয়ার নাম বীরাংশ ভানুশালী। পাকিস্তান নিয়ে বিতর্কসভায় তাঁর মন্তব্য, ‘‘যে দেশের লজ্জা নেই, তাকে নতুন করে লজ্জা দেওয়া যায় না।’’ তাঁর সেই দীর্ঘ বক্তৃতার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিয়ো। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

বীরাংশের জন্ম মুম্বইয়ে। বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র তিনি। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্কসভা অক্সফোর্ড ইউনিয়নে যোগ দিয়েছিলেন বীরাংশ। বিতর্কের বিষয় ছিল, ‘নিরাপত্তার দোহাই দিয়ে পাকিস্তানের প্রতি ভারতের নীতি আসলে একটি ছদ্মবেশ’। সেই বিতর্কে প্রস্তাবের বিপক্ষে ছিলেন বীরাংশ। প্রতিপক্ষ ছিলেন পাকিস্তানি পড়ুয়া মুসা হররাজ। বিতর্কসভার প্রথম থেকেই যুক্তি এবং কড়া বাক্যবাণে পাকিস্তানি প্রতিপক্ষকে ধরাশায়ী করেন বীরাংশ। তাঁর একের পর এক অকাট্য যুক্তি শ্রোতাদের থেকেও প্রশংসা কুড়োয়।

প্রস্তাবের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে বীরাংশ যুক্তি দেন, পাকিস্তানের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি রাজনৈতিক জনপ্রিয়তার পরিবর্তে প্রকৃত জাতীয় নিরাপত্তা উদ্বেগের উপর ভিত্তি করে তৈরি। মুসা সেই যুক্তির সরাসরি বিরোধিতা করলে বীরাংশের বক্তব্যে উঠে আসে ২৬/১১ মুম্বই হামলার প্রসঙ্গ। মুম্বইবাসী হিসেবে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ভারতীয় নাগরিকদের উপর পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদের প্রভাব নিয়ে আবেগঘন বক্তব্য রাখেন তিনি। পাঠানকোট, উরি এবং পুলওয়ামার মতো বড় বড় হামলার কথাও উল্লেখ করেন। বীরাংশের যুক্তি, জঙ্গিদের আশ্রয় দেওয়া কোনও রাষ্ট্র কখনও নৈতিক শ্রেষ্ঠত্ব দাবি করতে পারে না। বক্তৃতা করার মাঝেই পাকিস্তান নিয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘‘যে দেশের লজ্জা নেই, তাকে নতুন করে লজ্জা দেওয়া যায় না।’’ বীরাংশ এ-ও বলেন, ‘‘পাকিস্তানিদের অযোগ্যতা দূর করতে পারে কেবল ভারতীয়রাই।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভারতীয় পড়ুয়ার ওই দুই মন্তব্য বিতর্ক সভা এবং সমাজমাধ্যম— উভয় জায়গাতেই তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

বীরাংশের বক্তৃতার ভিডিয়ো সমাজমাধ্যম এক্সের একাধিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই অনেকে দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। উল্লেখ্য, বীরাংশ বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট পিটার্স কলেজে আইন নিয়ে পড়াশোনা করেন। অক্সফোর্ড ইউনিয়নের বিতর্কসভায় তাঁর বক্তৃতা বিশ্বব্যাপী তাঁকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। অনেকেই তাঁর বক্তৃতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

Advertisement
আরও পড়ুন