ঝামেলা দেখতে ভিড় জমল রাস্তায়। ছবি: এক্স থেকে নেওয়া।
সন্ধ্যাবেলা প্রেমিকার সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন বধূ। রাস্তাতেই দু’জনকে হাতেনাতে ধরে ফেললেন যুবক স্বামী। রাস্তাতেই শুরু হল খণ্ডযুদ্ধ। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তায় ঘুরছিলেন এক তরুণ এবং তরুণী। তখনই সেখানে পৌঁছে যান এক যুবক। তরুণীকে দেখে চিৎকার করতে শুরু করেন তিনি। তরুণীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মারধরও করেন। তরুণীও কম যান না। তিনিও মাটি থেকে উঠে যুবককে ধাক্কা মারেন। দু’জনের মধ্যে বাগ্বিতণ্ডা চলতে থাকে। অন্য তরুণ চুপ করে দাঁড়িয়ে সবটা দেখতে থাকেন। ঝামেলা দেখে ঘটনাস্থলে ভিড় জমে যায়। এক নাবালকও ছিল ঘটনাস্থলে। এর পর ওই যুবক তরুণীকে ছেড়ে একটি স্কুটিতে গিয়ে বসেন। চিৎকার করতে থাকেন নাগাড়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি, ওই তরুণী এবং যুবক সম্পর্কে স্বামী-স্ত্রী। তরুণী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সম্প্রতি তিনি প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরোলে তাঁর স্বামী তাঁকে হাতেনাতে ধরে ফেলেন।
Extra-Marital affair Kalesh (Husband Caught his wife with someone else's)
— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 17, 2025
pic.twitter.com/NNb0SsIsGu
সেই ঘটনার ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সমাজমাধ্যম খুললেই শুধু পরকীয়ার ঘটনা নজরে পড়ে! বিরক্তিকর।’’