খুদের কীর্তি। ছবি: ইনস্টাগ্রাম।
পাঁচ বছর বয়সি কন্যাকে বাড়িতে একা রেখে গিয়েছিলেন বাবা। ফল হল মারাত্মক। বাড়িতে রাখা ৫০০টি নোট কেটে ফেলল সে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চিনের শানডং প্রদেশের কিংডাওতে। ঘটনাটিকে কেন্দ্র করে হইচইও পড়েছে সে দেশে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিংডাওতে বসবাসকারী এক যুবক সম্প্রতি তাঁর পাঁচ বছরের কন্যাকে বাড়িতে একা রেখে কাজে গিয়েছিলেন। বাড়িতে ছিল ১০০ ইউয়ানের ৫০০টি নোট, যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ছ’লক্ষ টাকা। সেই নোটগুলি হাতে পড়ে যুবকের পাঁচ বছর বয়সি কন্যার। সঙ্গে সঙ্গে সেগুলি কাঁচি দিয়ে কাটতে শুরু করে ওই নাবালিকা। নোট থেকে মাও জে দঙের ছবিগুলি নিখুঁত ভাবে কেটে ফেলে সে। এর পর কাটা নোটগুলি টেবিলের উপর সাজিয়ে রাখে।
বাড়ি ফিরে এসে মেয়ের কীর্তি দেখে হতবাক হয়ে যান ওই যুবক। মরিয়া হয়ে কাটা নোটগুলি জোড়া লাগানোর চেষ্টা করেন তিনি। কিন্তু লাভ হয়নি। নোট ছিঁড়ে দিলে চিনের ব্যাঙ্কগুলিতে বদলে দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে যুবকের নোটগুলি যে ভাবে ছেঁড়া হয়েছে, তা বদলানো যাবে না বলেই আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
ইনস্টাগ্রামে ‘চায়না ট্রাভেলস’ নামে হ্যান্ডল থেকে ঘটনাটির কথা প্রকাশ্যে আনা হয়েছে। নাবালিকা কী ভাবে ৫০০ টাকার নোটগুলি থেকে মাওয়ের প্রতিকৃতি কেটেছে, তা-ও বিস্তারিত বর্ণনা করা হয়েছে। সেই পোস্ট দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকেই আবার বিস্ময় প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘৫ বছর বয়সি শিশুর নোটগুলি কাটার দক্ষতা আমি আপ্লুত। কিন্তু বাবার অবস্থা ভেবে খারাপও লাগছে।’’