নতুন বছরে কী পরিকল্পনা করলেন নবনীতা দাস? ছবি: সংগৃহীত।
কখনও তিনি তাইল্যান্ডের সৈকতে, কখনও আবার পাহাড়ে ঘুরছেন। গত কয়েক মাসে বিভিন্ন জায়গায় ঘোরার ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নবনীতা দাস। অনেক দিন হল তাঁকে ছোটপর্দায় দেখা না গেলেও সমাজমাধ্যমে প্রায়ই নানা মুহূর্তের ছবি দেখা যায়। এখন কী করছেন অভিনেত্রী? এমনিতেই এখন টলিপাড়ায় বিয়ের মরসুম। সেরকম কি কোনও পরিকল্পনা রয়েছে?
প্রশ্ন শুনেই অভিনেত্রীর সটান জবাব, “জানতাম সব কথার মাঝে বিয়ের কথা আসবে। না, একেবারেই সে সব কিছু ভাবছি না। আসলে এখন আমি কোনও ক্ষেত্রে যদি এগিয়ে যাই, তার পরে আবার সেই পুরনো জায়গায় ফিরে আসি। তাই বিয়ে নিয়ে আপাতত কথা না বলাই ভাল।”
আর অভিনয় থেকে দূরে কেন নবনীতা? অভিনেত্রী যোগ করেন, “আমি এখন কিছু দিন নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছি দূরে থাকার। বেছে কাজ করতে চাইছি। আর তা ছাড়া বেঙ্গালুরুতে বন্ধুদের সঙ্গে মিলে আমাদের একটা ব্যবসা আছে। সেই কাজে আমাকে যাতায়াত করতে হয়। অন্যান্য কাজে মন দিচ্ছি আমি। তা বলে অভিনয় যে একেবারেই করব না সে কথা বলছি না। কারণ, ভাল কাজ এলে কেন করব না?” তবে অভিনেত্রী আপাতত নিজেকে অন্যান্য কাজেই ব্যস্ত রাখতে চান।