Jeetu-Nabanita

বেনারসিটা এই দিনেই দিয়ে গেলেন বাবা! বিচ্ছেদের দেড় বছর পরও কি জীতুর জন্য মন খারাপ নবনীতার?

জীতু কমল এবং নবনীতা দাসের বিবাহবিচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে বিস্তর বিতর্ক হয়েছিল। ২০১৯ সালের মে মাসেই বিয়ে করেছিলেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৬:৪৩
জীতুর জন্য এখনও মন খারাপ হয় নবনীতার?

জীতুর জন্য এখনও মন খারাপ হয় নবনীতার? ছবি: সংগৃহীত।

প্রায় দু’বছর হতে চলল সংসার ভেঙেছে তাঁদের। বিবাহবিচ্ছেদের কথা নিজেই প্রথম সমাজমাধ্যমের পাতায় জানান অভিনেত্রী নবনীতা দাস। অভিনেতা জীতু কমলকে ভালবেসে বিয়ে করেছিলেন। ২০১৯ সালের ৬ মে ধুমধাম করে বিয়ে করেন তাঁরা। কিন্তু ৬ বছর পর গোটা পরিস্থিতিই উল্টে গিয়েছে। বিয়ের তিন বছরের মাথায় আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। প্রায় দেড় বছর হতে চলল এই ঘটনার। এখনও ৬ মে এলে মন খারাপ হয় নবনীতার? অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট দেখে অনেকেই এমনটা ভেবে নিয়েছেন। মঙ্গলবার ছিল এমনই একটা ৬ মে।

Advertisement

এ দিন যদিও জীতু কোনও পোস্ট করেননি, কিন্তু রাতের দিকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন নবনীতা। যে পোস্টে দেখা যাচ্ছে, অভিনেত্রী একটি ভগ্ন হৃদয়ের ইমোজি, তার উপরে লেখা ৬ মে। এই দিনটা এলে সত্যিই কি মন খারাপ হয়ে যায় অভিনেত্রীর?

আনন্দবাজার ডট কমকে নবনীতা বললেন, “না, একেবারেই মন খারাপ হয় না। আসলে কোনও কিছুই আর গভীর ভাবে নিই না আমি। হ্যাঁ, জীবনের এই অংশটা তো পুরোপুরি মুছে দিতে পারব না। কারণ বিয়ে তো হয়েছিল।” গত দেড় বছরে জীবন অনেকটাই বদলে গিয়েছে তাঁর। নতুন একটা ফ্ল্যাট কিনেছেন তিনি। অভিনয় ছাড়াও নিজেকে অনেক অন্য ধরনের কাজে যুক্ত রাখার চেষ্টা করছেন। নবনীতা বলেন, “সোমবারই আমার বিয়ের বেনারসি কাচিয়ে বাবা এ বাড়িতে দিয়ে গেলেন। মনে মনে ভাবছিলাম এখনই দিতে হল এটা। কিন্তু এখন এই সব কিছু আমি খুবই হালকা ভাবে নিই। মনে প্রভাব ফেলতেই দিই না।” এই মুহূর্তে পর্দায় দেখা যাচ্ছে না নবনীতাকে। তিনি নিজেকে কিছু দিন লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে রাখতে চান। এখন জীবনকে একটু অন্য ভাবে গোছাতে চাইছেন অভিনেত্রী।

Advertisement
আরও পড়ুন