Ahmedabad Plane Crash

বিমান দুর্ঘটনায় মৃত্যু! বিমানসেবিকার অপূর্ণ স্বপ্নের কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী পায়েল

দুবাই যাওয়ার সময়ে এক বিমানে প্রথম দেখা হয়েছিল রোশনি ও পায়েলের। সেই দিন নাকি রোশনি নিজের নানা স্বপ্ন ও আকাঙ্ক্ষার কথা বলেছিলেন পায়েলকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৮:৩৯
রোশনিকে নিয়ে কী বললেন পায়েল?

রোশনিকে নিয়ে কী বললেন পায়েল? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অহমদাবাদের বিমান দুর্ঘটনায় বন্ধুকে হারিয়েছেন অভিনেত্রী পায়েল ঘোষ। মাত্র কয়েক মিনিটের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান এআই১৭১। সেই বিমানেই বিমানসেবিকা হিসাবে ছিলেন রোশনি সংঘারে। ২৬ বছর বয়সি বিমানসেবিকা ছিলেন বাঙালি অভিনেত্রীর বান্ধবী। তাই রোশনির মৃত্যুতে শোকাহত পায়েল।

Advertisement

এক বার দুবাই যাওয়ার সময়ে এক বিমানে প্রথম দেখা হয়েছিল রোশনি ও পায়েলের। সেই দিন নাকি রোশনি নিজের নানা স্বপ্ন ও আকাঙ্ক্ষার কথা বলেছিলেন পায়েলকে। ভবিষ্যতে মরাঠি চলচ্চিত্রজগতে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। সংবাদমাধ্যমকে জানিয়েছেন পায়েল।

পায়েল বলেছেন, “বিমান দুর্ঘটনায় এত মানুষের মৃত্যুর খবরে আমি গভীর ভাবে আহত। আমার মন ভেঙে গিয়েছে। প্রবীণ থেকে শিশু, কত মানুষকে আমরা হারিয়ে ফেললাম। তবে রোশনির মৃত্যুর খবর আমাকে ব্যক্তিগত ভাবে আঘাত করেছে। কী সুন্দর প্রাণোচ্ছল একটা মেয়ে ছিল!”

রোশনি সম্পর্কে পায়েল বলেন, “দুবাই যাওয়ার সময়ে ওর সঙ্গে এক বিমানে প্রথম দেখা হয়েছিল। আমার কাজের জগৎ নিয়ে ওর ভালবাসা প্রকাশ করেছিল। এমনকি, ও বলেছিল, আমার দক্ষিণী ছবি ও দেখেছে এবং ওর আমার কাজ পছন্দ হয়েছে। ভবিষ্যতে অভিনেত্রী হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিল ও।”

পায়েল আরও বলেন, “আমার স্পষ্ট মনে আছে, ও মরাঠি ছবির অভিনেত্রী হতে চেয়েছিল। ওর চোখে অনেক স্বপ্ন ও আশা দেখেছিলাম। আমার অভিনয় ওকে অনুপ্রেরণা দিয়েছে, এমনও বলেছিল। অভিনয়ের প্রতি ওর ভালবাসা দেখে মুগ্ধ হয়েছিলাম আমিও। তাই যা ঘটেছে, তা দেখে আমি খুবই শোকাহত।”

Advertisement
আরও পড়ুন