Rahul-Prity

স্ত্রী-মেয়েকে নিয়ে বাইরে গিয়েছেন রাহুল, বিমানবন্দরে নেমে কোন সমস্যায় পড়লেন তাঁরা?

বিমানবন্দরে নেমেই সমস্যায় রাহুল-প্রীতি। রাহুলের স্ত্রী প্রীতি বিশ্বাস জানিয়েছেন, অনেকেরই ব্যাগপত্র আসেনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৯:৩৯
কোন সমস্যায় পড়লেন রাহুল-প্রীতি?

কোন সমস্যায় পড়লেন রাহুল-প্রীতি? ছবি: সংগৃহীত।

‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ শুরু হয়েছে। দেশের বিভিন্ন চলচ্চিত্রজগতের তারকাদের নিয়ে দল তৈরি করে প্রতি বছরই টুর্নামেন্টের আয়োজন হয়। টালিগঞ্জের সেই দলের অধিনায়ক যিশু সেনগুপ্ত। সেই দলের অন্যতম সদস্য রাহুল মজুমদার। সম্প্রতি, তাঁরা রায়পুরে গিয়েছিলেন খেলার জন্য। কিন্তু বিমানবন্দরে নেমেই পড়েন সমস্যায়।

Advertisement

স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে গিয়েছেন অভিনেতা। বিমানবন্দরে নেমেই সমস্যায় পড়লেন তাঁরা? রাহুলের স্ত্রী প্রীতি বিশ্বাস জানিয়েছেন, অনেকেরই ব্যাগপত্র আসেনি। কলকাতা বিমানবন্দরেই সম্ভবত রয়ে গিয়েছে। এমনকি, বিমানসংস্থার তরফেও কিছু জানানো হয়নি তাঁদের। প্রীতি জানান, তাঁদেরও একটি ব্যাগ আসেনি। সেখানেই ছিল তাঁর একরত্তির সব খাবার-সহ প্রয়োজনীয় অনেক কিছু।

আনন্দবাজার ডট কমকে প্রীতি বলেন, “আমরা যেখানে আছি সেখানে নেটওয়ার্কের সমস্যা। তাই ঠিক করে কথা বলতে পারছি না। তবে এখনই আমরা অভিযোগ জানাতে যাচ্ছি।” উল্লেখ্য, প্রীতিও ছোটপর্দার পরিচিত মুখ। তাঁকে অনেক ধারাবাহিকেই আগে দর্শক দেখেছে। কিন্তু মেয়ে হওয়ার পরে এখন কিছু দিনের বিরতিতে রয়েছেন তিনি। রাহুলও মেয়ে হওয়ার পরে কিছু দিন ছুটি নিয়েছিলেন। ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিক শেষ হওয়ার পরে আর সে ভাবে দেখা যায়নি। তবে সদ্য, প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো। নতুন ভাবে পর্দায় ফিরছেন নায়ক।

Advertisement
আরও পড়ুন