WBBPE Teacher Appointments

আদালতের নির্দেশে প্রাথমিকে নিয়োগ, কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ

২০২২-এর ২৯ সেপ্টেম্বর ১১৭৬৫ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই সময় জানা গিয়েছিল, হাইকোর্টের নির্দেশে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডিএলএড) প্রশিক্ষিত প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ার যোগ দিতে পারবেন। কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় তাঁদের ডিএলএড ছিল না।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ২০:৫১
নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

আদালতের নির্দেশে ১৯৮২ জন প্রাথমিক চাকরিপ্রার্থীর নিয়োগ তালিকা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাঁদের কাউন্সেলিং হবে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদে। তথ্য যাচাইযের পর নিয়োগ পত্র দেওয়া হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি শনিবার সন্ধ্যায় প্রকাশ করল পর্ষদ।

Advertisement

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই প্রার্থীদের নাম জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত প্রার্থীর মেধা তালিকায় নাম ছিল, তাঁদের জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

পর্ষদ সূত্রের খবর, ২০২২-এর ২৯ সেপ্টেম্বর ১১৭৬৫ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই সময় জানা গিয়েছিল, হাইকোর্টের নির্দেশে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডিএলএড) প্রশিক্ষিত প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ার যোগ দিতে পারবেন। কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় তাঁদের ডিএলএড ছিল না। ফলে ডিভিশন বেঞ্চ প্রাথমিক ভাবে তাঁদের নিয়োগে প্রক্রিয়ায় যোগ দেওয়ার বিরুদ্ধে রায় দেয়।

এরপরই ২০২০-২২ এর ডিএলএড প্রার্থীরা সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টের নির্দেশে ইন্টারভিউয়ে যোগ দেন। গত বছর এপ্রিলে সুপ্রিমকোর্ট তাঁদের নিয়োগের নির্দেশ দেয়। পর্ষদ জানিয়েছে, ১১,৭৬৫ জনের চাকরি বহাল রেখে ২০২০-২২ ডিএলড প্রার্থী যাঁরা মামলা করেছিলেন, তাঁদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ১৯৮২ জনের নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন