নিজস্ব চিত্র।
কথা ছিল ২০২১-এই পাড়ি দেবে গগনযান। কিন্তু নির্ধারিত সময় ক্রমশ পিছোচ্ছে। তবে ২০২৭-এই যে ভারত থেকে মানুষ নিয়ে রওনা দেবে মহাকাশযান, তা ফের মনে করিয়ে দিলেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন।
শনিবার আইআইটি খড়্গপুরের রাজারহাট ক্যাম্পাসে এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)-এর চেয়ারম্যান। সেখানেই তাঁর কথায় উঠে আসে মহাকাশ গবেষণায় ভারতের আগামী দিনের ছবি।
নারায়ণন বলেন, “প্রথম লক্ষ্য হল দেশের কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ-সম্পদের সংখ্যা বৃদ্ধি করা। বর্তমানে ভারতের সক্রিয় কৃত্রিম উপগ্রহের সংখ্যা প্রায় ৫৬। আগামী ২-৩ বছরের মধ্যেই এই সংখ্যা প্রায় তিনগুণ করার পরিকল্পনা রয়েছে।”
২০২৫-এর জুনেই মহাকাশ থেকে ঘুরে এসেছেন ভারতীয় অভিযাত্রীকে শুভ্রাংশু শুক্ল। বছর ৪১ আগে আর এক ভারতীয় অভিযাত্রী রাকেশ শর্মা মহাকাশে পাড়ি দিয়েছিলেন। এর পর ২০২৭-এ হয়তো ফের তৈরি হবে ইতিহাস। আর সে বার ভারতীয় মহাকাশযানই উ়ড়াল দেবে মহাশূন্যে। ইসরো চেয়ারম্যান জানান, এই কর্মসূচির মাধ্যমে ভারতীয় মহাকাশচারীদের নিরাপদে মহাকাশে পাঠানো এবং সফল ভাবে পৃথিবীতে ফিরিয়ে আনার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা ও প্রস্তুতি চলছে।
এ ছাড়াও চন্দ্রযান-৪ ও চন্দ্রযান-৫, মঙ্গল অরবিটার এবং মঙ্গল ল্যান্ডার মিশনের কাজও দ্রুতগতিতে এগোচ্ছে বলে উল্লেখ করেন তিনি। শুধু গবেষণা নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় উপগ্রহ পরিষেবাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দাবি তাঁর।
ইসরো চাইছে, ২০৪০ সালের মধ্যে ভারতীয় উৎক্ষেপণযানের সাহায্যে চাঁদে অবতরণ করতে। সে প্রস্ততি শুরু হয়ে গিয়েছে।