Nipah Virus

সঙ্কটজনক হলেও স্থিতিশীল! কেমন আছেন নিপা আক্রান্ত দুই নার্স? হাসপাতালগুলিকে সতর্ক করল স্বাস্থ্য দফতর

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওই দুই নার্স ছা়ড়া রাজ্যে এখনও পর্যন্ত নতুন করে কেউ নিপায় আক্রান্ত হননি। তবে হাসপাতালগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ২৩:৪৩
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

নিপা ভাইরাসে আক্রান্ত দুই নার্সের অবস্থা সঙ্কটজনক হলেও আপাতত নতুন করে তাঁদের স্বাস্থ্যের অবনতি হয়নি। দু’জনেরই শারীরিক অবস্থার দিকে সর্ব ক্ষণ নজর রাখছেন চিকিৎসকেরা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওই দুই নার্স ছা়ড়া রাজ্যে এখনও পর্যন্ত নতুন করে কেউ নিপায় আক্রান্ত হননি। তবে হাসপাতালগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Advertisement

নিপা আক্রান্ত দুই নার্স বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। দুই নার্সের মধ্যে এক জন মহিলা, অন্য জন পুরুষ। শুক্রবার পর্যন্তও তাঁদের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল। ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছিল। তবে এক নার্সের অবস্থা এখন খানিক স্থিতিশীল। অন্য জনের অবস্থারও নতুন করে অবনতি হয়নি বলেই হাসপাতাল সূত্রের খবর। আক্রান্ত মহিলা নার্স একই রকম রয়েছেন। শারীরিক অবস্থার সামান্য উন্নতি হওয়ায় শুক্রবার পুরুষ নার্সকে ভেন্টিলেশন থেকে বার করা হয়। তাঁর স্বাস্থ্যের দিকেও সজাগ দৃষ্টি রয়েছে চিকিৎসকদের।

স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যে নতুন করে কেউ নিপায় আক্রান্ত হননি। আক্রান্ত দুই নার্স গত কয়েক দিনে কোন কোন ব্যক্তির সম্পর্শে এসেছিলেন, তা জানতে ‘কন্ট্যাক্ট ট্রেসিং’-এর কাজ শুরু হয়েছিল। সমস্ত ব্যক্তিকে শনাক্ত করে তাঁদের নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষাগারে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই সব নমুনা পরীক্ষার পর রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ, এখনও পর্যন্ত কারও শরীরে নিপা ভাইরাসের অস্তিত্ব মেলেনি, যা শুনে সাময়িক স্বস্তি ফিরেছে জেলায়।

যে হেতু ঘটনাটি উত্তর ২৪ পরগনায় ঘটেছে, তাই ওই জেলা ভাল করে ঘুরে দেখেছে কেন্দ্রের দল। নার্সদের সচেতন করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, আপাতত রাজ্যের হাসপাতালগুলিতে নিপা-র মতো উপসর্গ নিয়ে কোনও রোগী এলে সতর্কতা অবলম্বন করতে হবে।

Advertisement
আরও পড়ুন