(বাঁ দিকে) জি কমলিনী এবং বৈষ্ণবী শর্মা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
অস্ট্রেলিয়া সফরের আগে মহিলাদের টি-টোয়েন্টি এবং এক দিনের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। এক দিনের দলে জায়গা পেলেন নতুন দুই ক্রিকেটার। টি-টোয়েন্টি ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাল খেলার ফলে এ বার এক দিনের দলেও জায়গা করে নিলেন বৈষ্ণবী শর্মা এবং উইকেটরক্ষক জি কমলিনী। দলে ফিরে এলেন কাশ্বী গৌতমও।
শনিবার এক দিনের সিরিজ় এবং টি-টোয়েন্টি সিরিজ়ের দল ঘোষণা করেছে বিসিসিআই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে থাকছে তিনটি করে এক দিনের ম্যাচ এবং তিনটি করে টি-টোয়েন্টি ম্যাচ। এক দিনের সিরিজ়ে দলে সুযোগ পেয়েছেন কমলিনী এবং বৈষ্ণবী। গত মাসে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় তাঁদের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাল খেলার কারণে এ বার এক দিনের দলেও ডাক পেলেন তাঁরা। দলে ফিরে এসেছেন কাশ্বীও। তবে, দলে নেই প্রতীকা রাওয়াল। মেয়েদের এক দিনের বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন প্রতীকা। তিনি এখনও পর্যন্ত সুস্থ না-হওয়ার কারণে দল থেকে ছিটকে গিয়েছেন। অন্য দিকে, উইকেটরক্ষক উমা ছেত্রী, জোরে বোলিং অলরাউন্ডার অরুন্ধতী রেড্ডি এবং স্পিন বোলিং অলরাউন্ডার রাধা যাদবকেও দল থেকে বাদ দেওয়া হয়েছে।
টি-টোয়েন্টি দলে ফিরে এসেছেন ভারতী ফুলমালি এবং শ্রেয়াঙ্কা পাতিল। দু’টি সিরিজ়েরই অধিনায়কত্ব করবেন হরমনপ্রীত কৌর। সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা।
অস্ট্রেলিয়া সফর শুরু হচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে। প্রথমে হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সিডনি, ক্যানবেরা এবং অ্যাডিলেডে খেলা হবে। এর পর ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এক দিনের ম্যাচ। প্রথম ম্যাচটি খেলে হবে ব্রিসবেনে এবং পরের দু’টি ম্যাচ হবে হোবার্টের বেলেরিভ ওভালে।
টি-টোয়েন্টি ভারতীয় দল
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, রেণুকা সিংহ ঠাকুর, শ্রী চরণী, বৈষ্ণবী শর্মা, ক্রান্তি গৌড়, স্নেহ রানা, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), জি কমলিনী (উইকেটরক্ষক), অরুন্ধতী রেড্ডি, আমনজ্যোত কৌর, জেমাইমা রদ্রিগেজ়, ভারতী ফুলমালি এবং শ্রেয়াঙ্কা পাতিল।
টি-টোয়েন্টি ম্যাচের সময়সূচি
১৫ ফেব্রুয়ারি- সিডনি (ভারতীয় সময় দুপুর ১.৩০)
১৯ ফেব্রুয়ারি- ক্যানবেরা (ভারতীয় সময় দুপুর ১.৩০)
২১ ফেব্রুয়ারি- অ্যাডিলেড ওভাল (ভারতীয় সময় দুপুর ২টো)
এক দিনের ভারতীয় দল
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, রেণুকা সিংহ ঠাকুর, শ্রী চরণী, বৈষ্ণবী শর্মা, ক্রান্তি গৌড়, স্নেহ রানা, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), জি কমলিনী (উইকেটরক্ষক), কাশ্বী গৌতম, আমনজ্যোত কৌর, জেমাইমা রদ্রিগেজ় এবং হরলীন দেওল।
এক দিনের ম্যাচের সময়সূচি
২৪ ফেব্রুয়ারি- ব্রিসবেন (ভারতীয় সময় সকাল ৯টা)
২৭ ফেব্রুয়ারি- বেলেরিভ ওভাল, হোবার্ট (ভারতীয় সময় সকাল ৯টা)
১ মার্চ- বেলেরিভ ওভাল, হোবার্ট (ভারতীয় সময় সকাল ৯টা)