Samantha Ruth Prabhu

আর শারীরিক যন্ত্রণা নয়, ২০২৬ নিয়ে নতুন পরিকল্পনা সমান্থার! নতুন বিয়ে করে কী ভাবছেন অভিনেত্রী?

গত কয়েক বছর শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছিলেন তিনি। সে কথা প্রকাশ্যে বলেছিলেনও। কিন্তু আসন্ন বছর নিয়ে অন্য রকমের পরিকল্পনা অভিনেত্রীর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ২১:০২
Actress Samantha Ruth Prabhu has shared her new year resolution

সমান্থা রুথ প্রভু। —ফাইল চিত্র।

জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন সমান্থা রুথ প্রভু। বিয়ে করেছেন রাজ নিদিমোরুকে। গত কয়েক বছর শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছিলেন তিনি। সে কথা প্রকাশ্যে বলেছিলেনও। কিন্তু আসন্ন বছর নিয়ে অন্য রকমের পরিকল্পনা অভিনেত্রীর।

Advertisement

জীবনের ইঁদুর দৌড়ে আর শামিল হতে চান না সমান্থা। সেই জায়গায় শান্তি খুঁজে পেতে চান। ২০২৬ সালেও এমনই কিছু পরিকল্পনার কথা ভেবে রেখেছেন তিনি। নিজের একটি ছবি ভাগ করে নিয়ে সমান্থা জানিয়েছেন, ঠিক কোন কোন বিষয়ে তিনি নতুন বছরে মন দেবেন।

জীবনের প্রতি কৃতজ্ঞ থাকতে চান সমান্থা। সেই সঙ্গে সুস্বাস্থ্যের জন্য যা যা করণীয়, তা করবেন তিনি। কাছের ও মূল্যবান সম্পর্কগুলিতে আরও বেশি করে মন দেবেন অভিনেত্রী। নিজের মনের কথা শুনবেন। এমন কিছু কাজ করবেন, যার স্থায়িত্ব রয়েছে। কারণ ও উপলক্ষ নিয়ে সবটা করবেন। এগুলিই সমান্থার মূল লক্ষ্য।

সমান্থা মনে করেন, জীবনে সমতা ও মনের ভিতরের শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাফল্য, খ্যাতি, উত্তেজনার উপরে তিনি মানসিক শান্তিকে রাখতে চান বলে জানান অভিনেত্রী। ২০২৬-এ শুধু অভিনেত্রী হিসাবেই নয়, একজন মানুষ হিসাবে উন্নতি করতে চান সমান্থা।

উল্লেখ্য, ২০২১ সালে নাগ চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন অভিনেত্রী। ১ ডিসেম্বর দ্বিতীয় বার বিয়ে করেন সমান্থা রুথ প্রভু। এর ঠিক এক বছর আগে, ডিসেম্বরের ৪ তারিখে সমান্থার প্রাক্তন স্বামী নাগ চৈতন্য বিয়ে করেন অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে।

Advertisement
আরও পড়ুন