Saif Ali Khan

বিয়েবাড়িতে গিয়ে কাকিমার কাছে ধরা পড়ে যান সইফ! কেন অস্বস্তিতে পড়েছিলেন অভিনেতা?

বিয়েবাড়িতে অতিথি হয়ে যাওয়া আর মনোরঞ্জন করার জন্য যাওয়া, এই দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে মনে করেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ২২:২৩
বিয়েবাড়িতে গিয়ে কী হয়েছিল সইফের?

বিয়েবাড়িতে গিয়ে কী হয়েছিল সইফের? ছবি: সংগৃহীত।

অভিনয়ের পাশাপাশি বিয়েবাড়িতে গিয়ে নেচেও অর্থ উপার্জন করেন বলিউড তারকারা। সেই তালিকায় রয়েছে বলিউডের প্রথম সারির তারকাদের নামও। কিন্তু সইফ আলি খান একেবারেই স্বচ্ছন্দ বোধ করেন না বিয়েবাড়িতে নাচতে।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেন সইফ। অতীতের এর ঘটনা স্মরণ করে তিনি বলেন, “আমি একবার বিয়েবাড়িতে নাচছিলাম। আমার কাকিমা, যিনি খুবই শৌখিন ও রাজকীয় ধরনের মহিলা, আমার সঙ্গে এসে দেখা করেন। আমাকে বলেন, ‘দয়া করে আমাকে বলিস না, তুই এখানে নাচছিস।’ ওটা শুনে একটু অস্বস্তি হয়েছিল। তবে বিনোদনজগতের মানুষ হিসাবে এবং এমন কাকিমার কাছে অপমানিত না হলে, বিয়েতে নাচার মধ্যে সত্যিই খারাপ কোনও কিছু নেই।”

বিয়েবাড়িতে অতিথি হয়ে যাওয়া আর মনোরঞ্জন করার জন্য যাওয়া, এই দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে মনে করেন তিনি। নিজে নাচতে তাই একটু অস্বস্তিতে ভোগেন। তবে বিদেশের বিয়েবাড়িতে নাচতে তাঁর কোনও অসুবিধা হয় না। পর্তুগালে এক বিয়ের অনুষ্ঠানে নেচে তিনি আনন্দ পেয়েছিলেন বলে জানান। কিন্তু স্থানীয় এলাকার বিয়েতে নাচতে তাঁর অস্বস্তি হয়। অভিনেতা মনে করেন অভিনেতারা আজকাল খুব সহজলভ্য হয়ে গিয়েছে। তাঁর কথায়, “আজকাল আর মানুষ অভিনেতাদের দেখে অবাক হন না। তবে মনে হয়, অজয় দেবগন কিছুটা গোপনীয়তা বজায় রাখেন। তাই ওঁকে ছবিতে দেখার জন্য আমি খুব মুখিয়ে থাকি।”

সম্প্রতি, উদয়পুরে বসেছিল শিল্পপতি রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়ের আসর। বিভিন্ন মুহূর্ত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিয়ের আসরে বসেছিল বলিউডের চাঁদের হাট। রণবীর সিংহ থেকে জাহ্নবী কপূর অনেকেই সেই বিয়েতে নেচেছেন।

Advertisement
আরও পড়ুন