ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।
আমেরিকা জুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা দ্রুত নিম্নগামী হচ্ছে। রয়টার্স-ইপসোসের সাম্প্রতিক জনমত সমীক্ষার রিপোর্ট বলছে, ৩৯ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক ট্রাম্পের কাজকে সমর্থন করেন বলে জানিয়েছেন। অথচ ডিসেম্বরের গোড়াতেও তা ছিল ৪১ শতাংশ!
সর্বশেষ এই জনমত সমীক্ষা (যার পোশাকি নাম, ‘অ্যাপ্রুভাল রেটিং’ বা গ্রহণযোগ্যতা) অনলাইন চালানো হয়েছিল। তিন দিনে এতে ১০১৬ জন মতামত দিয়েছেন। এই জনমত সমীক্ষার ফলাফলের সম্ভাব্য ভুল বা বিচ্যুতির পরিমাণ ৩ শতাংশ হতে পারে বলে রয়টার্স-ইপসোসের দাবি। গত বছরের জানুয়ারিতে ট্রাম্প যখন ক্ষমতায় আসেন, তখন তাঁর জনপ্রিয়তা ছিল ৪৭ শতাংশ পয়েন্ট। কিন্তু দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশের পর থেকেই তাঁর জনপ্রিয়তা নিম্নমুখী হতে শুরু করেছে। শাটডাউনের ফলে আর্থিক ডামাডোলের জন্য প্রেসিডেন্টকেু দুষেছেন মার্কিন আমজনতার বড় অংশ। ট্রাম্প মার্কিন অর্থনীতিকে যে ভাবে সামলাচ্ছেন, তা সমর্থন করছেন মাত্র ৩৩ শতাংশ মানুষ। ট্রাম্পের লাগামছাড়া কথাবার্তা সমর্থন করছেন না অনেক কট্টর রিপাবলিকান সমর্থকও।
মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি ঘোষণা করেছেন, তৃতীয় বিশ্বের দেশগুলি থেকে অভিবাসন ও ভিসা স্থায়ী ভাবে বন্ধ করা হতে পারে। পর থেকেই ভারত-সহ এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা, যার পোশাকি নাম ‘গ্লোবাল সাউথ’, থেকে আগত অভিবাসীদের মধ্যে প্রবল অস্থিরতা তৈরি হয়েছে। এই নীতিগত অবস্থান শুধু জাতিগত বিভাজন নয়, রাজনৈতিক ক্ষেত্রেও বড় প্রতিক্রিয়া তৈরি করেছে। একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছিল, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যে সব প্রদেশে ট্রাম্প স্পষ্ট ব্যবধানে জিতেছিলেন, সেই ২০টি প্রদেশেই এখন তাঁর ‘অ্যাপ্রুভাল রেটিং’ প্রতিপক্ষের তুলনায় কম। ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির ভোটারদের মধ্যে তাঁর সার্বিক কাজ নিয়ে ৮৫ শতাংশের সমর্থন রয়েছে। কিন্তু সমীক্ষায় দেখা গিয়েছে ট্রাম্পের আর্থিক নীতিকে সমর্থন করছেন মাত্র ৭২ শতাংশ রিপাবলিকান সমর্থক!